Rachna Banerjee News: জনপ্রিয় নায়কের সিক্সারে পাল্টা রসিকতা টলিউডের ‘দিদি’র
ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর প্রচারের জন্য় ‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে হাজির হয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এসেই দীর্ঘদিনের সহকর্মী-বন্ধু রচনার সঙ্গে রসিকতায় মাততে দেখে গেল তাঁকে। রচনাকে শাশ্বত বলেন, “কতদিন পর দেখা, আপনি কি এখনও একা?” শাশ্বতকেও পাল্টা সিক্সার ফিরিয়ে দিয়ে রচনা বলেন, “একা? হ্যাঁ... আপনার জন্য তো আমি সবসময়েই একা।”
রণবীরের বিপরীতে কে?
ইতিমধ্যেই ‘ডন থ্রি’ স্টারের নাম চর্চায়, ফারহান আখতর কাজ করতে চলেছেন রণবীর সিং-এর সঙ্গে। আর পর্দায় তাঁর বিপরীতে এবার ‘জঙ্গলি বিল্লি’ কে? শোনা যাচ্ছে, এবার এই ছবিতে রণবীর সিং-এর বিপরীতে থাকতে চলেছেন কিয়ারা আডবাণী। যদিও এই খবরে এখনও সিলমোহর পড়েনি। এসআরকে-র ডন সিরিজ়ে ‘জঙ্গলি বিল্লি’ হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
সানির প্রশংসা
সানি দেওলের প্রশংসায় পঞ্চমুখ ‘গদর ২’ ছবির পরিচালক অনিল শর্মা। তাঁর কথায়, যেখানে অভিনেতাদের পারিশ্রমিক দিতে-দিতে ক্লান্ত বিভিন্ন প্রযোজনা সংস্থা, সেখানে ছবির বাজেট বাঁচাতে পারিশ্রমিক কম নিলেন অভিনেতা, এতে ‘গদর ২’ তৈরি করতে খরচও কম হয়।
ভাইরাল দুই খান
শাহরুখ খান ও সলমন খান, একে-অন্যের সঙ্গে মত্ত গান গাইতে। পুরোনো এক ভিডিয়ো ভাইরাল হতেই চর্চায় দুই স্টার। তাঁদের বন্ধুত্ব আরও একবার ফ্রেমবন্দি হল। যেখানে একে-অন্যের সঙ্গে ‘করণ-অর্জুন’ ছবির গান গাইলেন গলা ছেড়ে।
ভয় পেলেন মালাইকা
রাস্তায় নামতেই আঁতকে উঠলেন মালাইকা অরোরা। ঠিক কী হয়েছে? এমন কিছুই না, রাস্তার পাশে রাখা বস্তা থেকে হঠাৎই কিছু জঞ্জাল পড়ে যায়। তাতেই ভয় পেয়ে যান মালাইকা। ভিডিয়ো ভাইরাল হতেই চরম ট্রোল্ড মাল্লা। নেটিজ়েনদের প্রশ্ন, আর কত দেখব?
খুশির মেজাজে শ্রুতি
চলছে জোড়া সেলিব্রেশন। অভিনেত্রী শ্রুতি দাসের ধারাবাহিক ‘রাঙাবউ’ পার করল ২০০ পর্ব। পাশাপাশি স্বর্ণেন্দুর সঙ্গে সংসারের এক মাস পূর্তি, সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে চলেছেন শ্রুতি। রিলস বানিয়ে ভালবাসা জানালেন বরকে। পাল্টা ভালবাসা জানাতে কমেন্ট বক্সে দেখা মিলল স্বর্ণেন্দুর।
‘বিগবস’-এ বাদ জিয়া
‘বিগবস’ ওটিটির প্রথম সিজন পরিচিতি পেলেও জনপ্রিয়তা পায়নি। তবে এই শো-র সিজন ২ রোজই সৃষ্টি করছে নতুন বিতর্ক। গ্র্যান্ড ফিনালের বাকি আর মাত্র কিছু দিন। তবে এরই মধ্যে শেষ মুহূর্তে শো থেকে বাদ জিয়া শঙ্কর। টপ ফাইভে রয়েছেন অভিষেক, এলভিশ, মনীষা, বেবিকা ও পূজা ভাট।
নতুন ছবিতে আদৃত?
আদৃত রায়–টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। সদ্য শেষ হয়েছে তাঁর ধারাবাহিক ‘মিঠাই’। এবার তাঁকে নিয়ে নতুন খবর। শোনা যায়, পরিচালক অভিরূপ ঘোষের নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। ওই চরিত্রে আগে যদিও অভিনয়ের কথা ছিল উজান গঙ্গোপাধ্যায়ের। বিপরীতে থাকার কথা ছিল নবাগতা লহমা ভট্টাচার্যের।
কোন নায়কের জন্য ‘সিঙ্গল’ রচনা?
ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর প্রচারের জন্য় ‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে হাজির হয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এসেই দীর্ঘদিনের সহকর্মী-বন্ধু রচনার সঙ্গে রসিকতায় মাততে দেখে গেল তাঁকে। রচনাকে শাশ্বত বলেন, “কতদিন পর দেখা, আপনি কি এখনও একা?” শাশ্বতকেও পাল্টা সিক্সার ফিরিয়ে দিয়ে রচনা বলেন, “একা? হ্যাঁ… আপনার জন্য তো আমি সবসময়েই একা।”
প্রকাশ্যে টিআরপির তালিকা
আরও এক বৃহস্পতিবার। আবারও টিআরপি চার্ট প্রকাশ্যে। হিসেব বলছে, এ বার প্রায় প্রতিটি ধারাবাহিকেরই নম্বর কমেছে। শুধু কি তাই? আর একটু হলেই প্রথম স্থান হারাচ্ছিল ‘অনুরাগের ছোঁয়া’। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ‘জগদ্ধাত্রী’। ‘অনুরাগের ছোঁয়া’ পেয়েছে ৮.৪। আর ‘জগদ্ধাত্রী’র ঝুলিতে এসেছে ৮.৩। তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’।