কষ্টে আছেন অনিল ঘোষ সত্যজিতের ফোকাস পুলার
পেশায় ছিলেন সত্যজিতের ফোকাস পুলার। সত্যজিৎ রায় ছাড়াও চিদানন্দ দাশগুপ্ত, অরবিন্দ মুখোপাধ্যায়, গৌতম ঘোষ-সহ বহু পরিচালকের সঙ্গে প্রায় ৩০০রও বেশি ছবিতে কাজ করেছেন অনিল ঘোষ।
সত্যজিতের ১৭টি ফিচার ফিল্ম ৪ টি ডকুমেন্টারি আর একটি শর্ট ফিল্মে কাজ করেছেন অনিল। নায়ক, চিড়িয়াখানা, গুপী গাইন বাঘা বাইন, অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ, অশনি সংকেত, সোনার কেল্লা, জন অরণ্য, শতরঞ্জ কে খিলাড়ি, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, সদ্গতি, ঘরে-বাইরে, গণশত্রু, শাখাপ্রশাখা আর আগন্তুক-এ সত্যজিতের ইউনিটের বিশ্বাসযোগ্য সেনানী অনিল ঘোষ। পেশায় ছিলেন সত্যজিতের ফোকাস পুলার। সত্যজিৎ রায় ছাড়াও চিদানন্দ দাশগুপ্ত, অরবিন্দ মুখোপাধ্যায়, গৌতম ঘোষ-সহ বহু পরিচালকের সঙ্গে প্রায় ৩০০রও বেশি ছবিতে কাজ করেছেন অনিল ঘোষ। ‘কাপুরুষ মহাপুরুষ’ থেকে ‘আগন্তুক’ পর্যন্ত সত্যজিৎ রায়ের সব ক’টি কাজে সহকারীর ভূমিকায় থাকা অনিল এখন বৃদ্ধ, অশক্ত এবং চরম অর্থকষ্টে ভুগছেন।
Latest Videos