Saurabh Shukla: অভিনেতা, চিত্রনাট্যকার সৌরভ শুক্লার মা বাঙালি, স্ত্রীও বাঙালি। ‘সত্য’ ছবি থেকে যাত্রা শুরু করে আজও ভারতীয়দের মনে রাজ করছেন সৌরভ শুক্লা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছবি, ছবি তৈরির সঙ্গে বাজেট থেকে ছবিতে ভায়োলেন্স। নানা বিষয়ে একান্ত সাক্ষাৎকারে TV9 বাংলার সামনে সৌরভ শুক্লা।