‘আমাকে বাঁচাও, বলামাত্রই ফোনটা কেটে যায়…’, এখনও পরিজনকে খুঁজছেন তিনি
চারদিকে পুড়ে খাক হয়ে যাওয়া কালো কালো ছাই, কঙ্কাল বেরিয়ে আসা গোডাউন-কারখানার জিনিসপত্র, নাক ঝাঁঝিয়ে যাওয়া পোড়া গন্ধ, আর দমকল পুলিশ কর্মীদের ভিড়, পুলিশের ‘লাইন ডন্ট ক্রস’এর ফিতা! আর সেই ফিতের ওপারেই ওঁদের স্বজন! ১৬ ঘণ্টার কাছাকাছি হতে চলল, এখনও গোডাউনে নিখোঁজ ২১!
কেউ ভোর রাতেই স্বামীর ফোনটা পেয়েছিলেন, কেউ পাননি, লোকের মুখে খবর পেয়ে ছুটে এসেছেন স্বামীর কর্মস্থলে। যতক্ষণে তাঁরা পৌঁছতে পারেন, ততক্ষণে স্বামীর ফোন বন্ধ! কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না তাঁদের সঙ্গে। চারদিকে পুড়ে খাক হয়ে যাওয়া কালো কালো ছাই, কঙ্কাল বেরিয়ে আসা গোডাউন-কারখানার জিনিসপত্র, নাক ঝাঁঝিয়ে যাওয়া পোড়া গন্ধ, আর দমকল পুলিশ কর্মীদের ভিড়, পুলিশের ‘লাইন ডন্ট ক্রস’এর ফিতা! আর সেই ফিতের ওপারেই ওঁদের স্বজন! ১৬ ঘণ্টার কাছাকাছি হতে চলল, এখনও গোডাউনে নিখোঁজ ২১!
Latest Videos
'আমাকে বাঁচাও, বলামাত্রই ফোনটা কেটে যায়...', এখনও পরিজনকে খুঁজছেন তিনি
রাজনৈতিক সংঘর্ষ বেহালায়, সখেরবাজারে কে হামলা চালাল কার উপর?
'শেষবার যখন কথা হয়েছিল, দেওয়াল ভেঙে বেরনোর চেষ্টা করছে'
বাইকটা তখনও বাইরে দাঁড় করানো, ভাই জতুগৃহে! বাইরে অপেক্ষায় দাদা

