Garia Theft: গড়িয়ার স্কুলে দুঃসাহসিক চুরি!
Garia Theft: স্কুলে সিসিটিভি লাগানো ছিল না বলে জানা গিয়েছে। রবিবারও স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তখন সমস্ত কিছু ঠিক ছিল। স্কুলের পাশেই রাজপুর সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিভাস মুখার্জি বাড়ি।
গড়িয়ার বদনচন্দ্র ইন্দুমতী হাইস্কুলে ৪টি গেটের তালাভেঙে দু:সাহসিক চুরি। মোট ১০টি আলমারি ভেঙে চুরি করেছে একাধিক জিনিসপত্র। স্কুলে সিসিটিভি লাগানো ছিল না বলে জানা গিয়েছে। রবিবারও স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তখন সমস্ত কিছু ঠিক ছিল। স্কুলের পাশেই রাজপুর সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিভাস মুখার্জি বাড়ি। পুরপিতার বাড়ির পাশেই এই চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। আজ সকালে স্কুলের স্টাফ কৃষ্ণা ঘোষ এসে দেখেন টিচার রুম, প্রধান শিক্ষকের রুম পুরো লন্ডভন্ড। সাউন্ড সিস্টেম, ওয়াইফাই সিস্টেম ও যেভাবে একেরপর এক ফাইল চুরি হয়েছে তাতে অনেকেই এরমধ্যে চক্রান্ত থাকলেও থাকতে পারে বলে মনে করছেন। স্কুলের সমস্ত কাজ আপাতত বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মিহির কুমার আচার্য্য। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে।