৬০ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন প্রক্রিয়া শুরু ১ মার্চ থেকে
দ্বিতীয় ধাপের ভ্যাকসিন নিয়ে বিশেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর
দ্বিতীয় ধাপের ভ্যাকসিন নিয়ে বিশেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Central Minister Praksh Javdekar)।বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন ১ মার্চ থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন প্রক্রিয়া। আর সেই ধাপে ৬০ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। সেই সঙ্গে ৪৫ বছর বেশি বয়সী, যাদের কো-মর্বিডিটি আছে তাদেরও ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া, বেসরকারি হাসপাতাল থেকে টাকা দিয়ে ভ্যাকসিন নেওয়া যাবে বলে ঘোষণা করেছেন তিনি। তবে সে ক্ষেত্রে বয়সের সীমা ধার্য করা আছে কিনা, তা জানা যায়নি।
Latest Videos