টাকা দিয়ে করোনা ভ্যাকসিন নেওয়া যাবে, ঘোষণা কেন্দ্রের

১ মার্চ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন (Covid Vaccination) প্রক্রিয়া। এর আগে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

টাকা দিয়ে করোনা ভ্যাকসিন নেওয়া যাবে, ঘোষণা কেন্দ্রের
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2021 | 4:41 PM

নয়া দিল্লি: করোনার সেকেন্ড ওয়েভের আতঙ্ক তৈরি হয়েছে নতুন করে। একাধিক রাজ্যে নতুন করে করোনা বিধি লাগু করার পরিকল্পনা চলছে। এই মুহূর্তে ভ্যাকসিনের (Covid Vaccination) অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ। ইতিমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় ধাপের ভ্যাকসিন নিয়ে বিশেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Central Minister Praksh Javdekar)।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন ১ মার্চ থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন প্রক্রিয়া। আর সেই ধাপে ৬০ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। সেই সঙ্গে ৪৫ বছর বেশি বয়সী, যাদের কো-মর্বিডিটি আছে তাদেরও ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া, বেসরকারি হাসপাতাল থেকে টাকা দিয়ে ভ্যাকসিন নেওয়া যাবে বলে ঘোষণা করেছেন তিনি। তবে সে ক্ষেত্রে বয়সের সীমা ধার্য করা আছে কিনা, তা জানা যায়নি।

মন্ত্রিসভার বৈঠকে কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানাতেই এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সেখানেই এই ঘোষণা করেন তিনি। তিনি জানান, দ্বিতীয় ধাপে ১০ হাজার সরকারি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে। এছাড়া, ২০ হাজার বেসরকারি কেন্দ্র থেকেও ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সরকারি কেন্দ্রগুলি থেকে বিনামূল্যে ভ্যাকসিন নেওয়া গেলেও বেসরকারি কেন্দ্রগুলি থেকে টাকা দিয়ে ভ্যাকসিন নিতে হবে বলে জানিয়েছেন তিনি। তবে ঠিক কত টাকা দিতে হবে, তা এখনও জানানো হয়নি। আগামী ৩-৪ দিনের মধ্যে সেই দাম ধার্য করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এই বিষয়ে হাসপাতাল ও ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে কথা বলছে কেন্দ্র।

ষাটোর্ধ্ব ব্যক্তিদের বয়সের কোনও প্রমাণ লাগবে কিনা তা জানানো হয়নি। তবে ৪৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কো-মর্বিডিটি আছে কিনা, তার প্রমাণ দিতে হবে। অর্থাৎ কো-মর্বিডিটি থাকলে সেই সম্পর্কিত মেডিক্যাল সার্টিফিকেট দেখিয়ে তবেই ভ্যাকসিন নিতে হবে।

আরও পড়ুন: কাঁচরাপাড়ায় ধুুন্ধুমার: পরিবর্তন যাত্রা ঘিরে লাঠিচার্জের অভিযোগ, ব্যারিকেড ভাঙল জনতা

এ দিকে, ভারতের একাধিক রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার সকাল পর্যন্ত পাওয়া স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা দেশে মোট ১৩,৭৪২। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৪ জনের। কেরল, মহারাষ্ট্র-সহ যে সব রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা লক্ষণীয়ভাবে বাড়ছে, সেখানে পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠিয়েছে কেন্দ্র। যে সব রাজ্যে উচ্চ পর্যায়ের মাল্টি-ডিসিপ্লিনারি টিম পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।