OYO-তে অবিবাহিত যুগল ধরা পড়লে কী শাস্তি হবে, জানেন?

OYO Hotel Rules: যদি কোনও যুগল বিবাহিত না হয়েও, ওয়ো হোটেল বুক করেন এবং যথাযথ নথি দেখাতে না পারেন, তবে কী হবে জানেন? তাদের কি মোটা অঙ্কের জরিমানা দিতে হবে?

| Updated on: Jan 08, 2025 | 1:19 PM
একটু একান্ত সময় কাটাতে অনেক যুগলই পছন্দ করেন হোটেলে যেতে। এক্ষেত্রে তাদের প্রথম পছন্দই হয় ওয়ো হোটেল।

একটু একান্ত সময় কাটাতে অনেক যুগলই পছন্দ করেন হোটেলে যেতে। এক্ষেত্রে তাদের প্রথম পছন্দই হয় ওয়ো হোটেল।

1 / 8
 সম্প্রতি এক নির্দেশিকায় তাদের মাথায় বাজ ভেঙে পড়েছে। ওয়ো কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অবিবাহিতদের হোটেল রুম দেওয়া হবে না।

 সম্প্রতি এক নির্দেশিকায় তাদের মাথায় বাজ ভেঙে পড়েছে। ওয়ো কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অবিবাহিতদের হোটেল রুম দেওয়া হবে না।

2 / 8
যদি কোনও যুগল হোটেলে রুম বুক করে, তবে চেক-ইনের সময় অবশ্যই বিয়ের সার্টিফিকেট দেখাতে হবে। তবেই রুম দেওয়া হবে। নচেৎ নয়। 

যদি কোনও যুগল হোটেলে রুম বুক করে, তবে চেক-ইনের সময় অবশ্যই বিয়ের সার্টিফিকেট দেখাতে হবে। তবেই রুম দেওয়া হবে। নচেৎ নয়। 

3 / 8
যদি কোনও যুগল বিবাহিত না হয়েও, ওয়ো হোটেল বুক করেন এবং যথাযথ নথি দেখাতে না পারেন, তবে কী হবে জানেন? তাদের কি মোটা অঙ্কের জরিমানা দিতে হবে?

যদি কোনও যুগল বিবাহিত না হয়েও, ওয়ো হোটেল বুক করেন এবং যথাযথ নথি দেখাতে না পারেন, তবে কী হবে জানেন? তাদের কি মোটা অঙ্কের জরিমানা দিতে হবে?

4 / 8
ওয়ো সংস্থার তরফে জানানো হয়েছে, অবিবাহিত যুগলদের হোটেল দিতে বারণ করা হয়েছে। কোনও যুগল এলে তাদের প্রত্যাখান করতে হবে। 

ওয়ো সংস্থার তরফে জানানো হয়েছে, অবিবাহিত যুগলদের হোটেল দিতে বারণ করা হয়েছে। কোনও যুগল এলে তাদের প্রত্যাখান করতে হবে। 

5 / 8
তবে অবিবাহিতরা ওয়ো হোটেলে ধরা পড়লে, তাদের কোনও শাস্তি বা জরিমানার বিধান দেওয়া হয়নি। কোনও আইনগত পদক্ষেপ করা হবে না।  

তবে অবিবাহিতরা ওয়ো হোটেলে ধরা পড়লে, তাদের কোনও শাস্তি বা জরিমানার বিধান দেওয়া হয়নি। কোনও আইনগত পদক্ষেপ করা হবে না।  

6 / 8
উল্লেখ্য, এই নিয়ম গোটা দেশের জন্য কার্যকর নয়। শুধু মিরাটেই এই নিয়ম চালু করা হয়েছে। সেখানের স্থানীয় সংস্কৃতিকে মাথায় রেখেই এই নিয়ম চালু করা হয়েছে। 

উল্লেখ্য, এই নিয়ম গোটা দেশের জন্য কার্যকর নয়। শুধু মিরাটেই এই নিয়ম চালু করা হয়েছে। সেখানের স্থানীয় সংস্কৃতিকে মাথায় রেখেই এই নিয়ম চালু করা হয়েছে। 

7 / 8
দেশের অন্যান্য শহরে এমন কোনও নিয়ম নেই। অর্থাৎ সেখানে যুগলরা হোটেল বুক করতে পারবেন এবং তাদের সেক্ষেত্রে কোনও সমস্যার মুখেও পড়তে হবে না। 

দেশের অন্যান্য শহরে এমন কোনও নিয়ম নেই। অর্থাৎ সেখানে যুগলরা হোটেল বুক করতে পারবেন এবং তাদের সেক্ষেত্রে কোনও সমস্যার মুখেও পড়তে হবে না। 

8 / 8
Follow Us: