AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haiti: বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে

Haiti: বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই ‘নরক দর্শন’ এই দেশে

সঞ্জয় পাইকার

|

Updated on: Nov 28, 2024 | 12:22 AM

Share

Haiti: হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে বলা হয়েছে, দুষ্কৃতীরা যেমন ইচ্ছে সাধারণ মানুষের বাড়িতে ঢুকে মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে। কেউ বাধা দেওয়ার নেই। আর ইউনিসেফ বলছে, যেসব ক্রিমিনাল গ্যাং দেশে দাপিয়ে বেড়াচ্ছে তাদের ৫০ শতাংশ সদস্যই বন্দুকধারী নাবালক।

দেশটার আকাশে সর্বক্ষণ উড়ছে হেলিকপ্টার। একেকটা কপ্টারে ১৪ জনের বসার ব্যবস্থা। ইউনিসেফ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মত সংস্থার হয়ে যাঁরা কাজ করছিলেন, রাষ্ট্রপুঞ্জের কর্মীরা ধাপে ধাপে তাঁদের এয়ারলিফট করে নিচ্ছেন। রাজধানী শহরে একটা-দুটো হাসপাতাল টিম টিম করে চলছিল। নোবেলজয়ী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের কর্মীরা পালিয়ে যাওয়ায়, সেই হাতে গোনা হাসপাতালগুলোও এখন বন্ধ। আমেরিকা-সহ নানা দেশ গুটিয়ে নিয়েছে দূতাবাস।

কয়েকদিন আগে এয়ারপোর্টে একটা মার্কিন যাত্রীবাহী প্লেন লক্ষ্য করে গুলি চলেছিল। তারপর থেকে দেশে বিমান ওঠানামাও বন্ধ। গতকালই, হিউম্যান রাইটস ওয়াচ আর ইউনিসেফের দুটো রিপোর্ট সামনে এসেছে। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে বলা হয়েছে, দুষ্কৃতীরা যেমন ইচ্ছে সাধারণ মানুষের বাড়িতে ঢুকে মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে। কেউ বাধা দেওয়ার নেই। আর ইউনিসেফ বলছে, যেসব ক্রিমিনাল গ্যাং দেশে দাপিয়ে বেড়াচ্ছে তাদের ৫০ শতাংশ সদস্যই বন্দুকধারী নাবালক।

কথাগুলো শুনে নিশ্চই চমকে উঠলেন। শিউরে উঠলেন। তাই তো। ভাবছেন তো কোন দেশের এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি, যেটা আমরা ভাবতেও পারি না। ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দেশটার নাম হাইতি। এখন গেলে এই ধরাধামেই নরক দর্শন হয়ে যাবে।

 

Published on: Nov 28, 2024 12:20 AM