Matua Politics: কীভাবে ঠাকুরবাড়ির মন্দির ধোয়া হচ্ছে দেখুন
Matua: মোদী-শাহের পাশাপাশি শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও সুর চড়িয়েছিলেন অভিষেক। সাফ বলেছিলেন, “আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদী গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হটো
মতুয়াগড়ে গিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের। ঠাকুরবাড়ি ছাড়তেই উঠল ধিক্কার স্লোগান। অভিষেক পুজো দিয়ে বেরনোর পর গোবরজল ধোয়া হল মন্দির। তোপের পর তোপ দাগতে দেখা গেল শান্তনু ঠাকুরকে। সাফ বললেন, “এ এখানে এসে রাজনৈতিক বক্তব্য রেখেছেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উল্টোপাল্টা বলেছে বলেই ওকে ধিক্কার জানানো হয়েছে। যে পাপ ওরা করা করেছে তাতে মন্দির অপবিত্র হয়ে গিয়েছিল তাই কামনা সাগরের জল দিয়ে মন্দির ধোয়া হয়েছে।” অন্যদিকে আগেই তাহেরপুরের সভা থেকে এসআইআর সহ একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিষেক। মোদী-শাহের পাশাপাশি শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও সুর চড়িয়েছিলেন তিনি। সাফ বলেছিলেন, “আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদী গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হটো।”

