Shahrukh Khan Film Release: ‘ডাঙ্কি’ ঘিরে কলকাতায় শাহরুখকে নিয়ে উচ্ছ্বাস
ফার্স্ট ডে ফার্স্ট শো সকাল ৭টায়। কী করলেন কলকাতার শাহরুখপ্রেমীরা? কোন পর্যায়ে গেল কিং খানকে নিয়ে ভালবাসার বিস্ফোরণ?
কারও হেয়ারস্টাইলে কিং খান। কেউ টিকিট কিনে নেন ৩০ হাজার টাকার। শাহরুখ টুইটও করেন। কেউ আবার পাতি বাংলায় বুকে লেখেন শাহরুখের ভক্ত। বেহালায় অশোকা সিনেমা হলে ফ্যান্টাস্টিক ফ্যানেরা কী করছে দেখুন।
শাহরুখ প্রেমীদের জিজ্ঞেস করা হল, শাহরুখকে সামনে পেলে কী করবে? শাহরুখের জন্য তারা পাগল। শাহরুখকে সামনে দেখতে পেলে অজ্ঞান পর্যন্ত হতে পারেন তারা। শাহরুখ রয়েছে তাদের হৃদয়ের মধ্যে। অশোকা সিনেমা হলে সকাল থেকেই হাজির শাহরুখ খানের ফ্যানেরা। শাহরুখ খানের জার্সি পরে হাজির সমর্থকরা। শাহরুখের পোস্টারে পড়ানো হয়েছে বিশাল আকৃতির মালা। নারকেল ফাটিয়ে শুরু করা হলো উদ্বোধন পর্ব। শাহরুখের সিনেমা দেখতে হলে চলে আসুন অশোকা হলে। শাহরুখের ফ্যানেরা আপনার জন্য টিকিটের ব্যবস্থা করে দেবে। শুধুমাত্র টিকিটের দামটুকু দিতে লাগবে।
Latest Videos