Shantanu Thakur: মতুয়াদের একাংশকে নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শান্তনু ঠাকুর
President Droupadi Murmu: এই সাক্ষাৎ ঘিরে মতুয়া মহলে প্রবল আশার সঞ্চার হয়েছিল যে। অনেকেই ভাবছিলেন হয়তো 'এসআইআর' (SIR) আবহে মতুয়াদের নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা মেটাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইবেন মন্ত্রী। তবে সেই জল্পনায় জল ঢেলে শান্তনু ঠাকুর খোদ দাবি করেছেন এই নিয়ে তাঁর কোনও কথা হয়নি।
এসআইআর শুনানির আবহে রাষ্ট্রপতির দ্বারস্থ মতুয়া সমাজ। দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শান্তনু ঠাকুরের গোষ্ঠীর। এই সাক্ষাৎ ঘিরে মতুয়া মহলে প্রবল আশার সঞ্চার হয়েছিল যে। অনেকেই ভাবছিলেন হয়তো ‘এসআইআর’ (SIR) আবহে মতুয়াদের নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা মেটাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইবেন মন্ত্রী। তবে সেই জল্পনায় জল ঢেলে শান্তনু ঠাকুর খোদ দাবি করেছেন এই নিয়ে তাঁর কোনও কথা হয়নি। বরং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিই ছিল তাঁদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। একইসঙ্গে সিএএ (CAA) ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন তিনি।
Published on: Jan 07, 2026 04:16 PM

