AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayodhya Ram Mandir: কোন ১০টি শেয়ার বাড়বে লাফিয়ে লাফিয়ে?

Ayodhya Ram Mandir: কোন ১০টি শেয়ার বাড়বে লাফিয়ে লাফিয়ে?

rahul Sadhukhan

|

Updated on: Jan 22, 2024 | 5:17 PM

Share

বাজার বিশেষজ্ঞদের ধারনা রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পরই অন্তত ১০ টি স্টকের দাম বাড়বে। জেনে নিন এই ভিডিয়োয় কোন কোন শেয়ারের দাম বাড়তে পারে আজ।

নিফটির রেকর্ড হাই ২২,১২৪ পয়েন্ট। একে কী বলবেন ঐশ্বরিক সংকেত নাকি কাকতালীয়! ২২ জানুয়ারি অয্যোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা আর বাজার বিশেষজ্ঞদের মত এই দিনে দালাল স্ট্রিটে অন্তত ১০টি শতক বাড়বে লাফিয়ে লাফিয়ে। বেশ কিছু শেয়ারের দাম জাউয়ারিতে বেড়েছে ১৪৮%।

কোন কোন শেয়ারের দাম বাড়তে পারে ২২ শে জানুয়ারি?

পাক্কা লিমিটেড

কেন বাড়বে শেয়ার? গত কয়েকদিনে এই শেয়ারের দাম বেড়েছে ১৪৮%। অয্যোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে।
কম্পোস্টেবল প্লেট, বাটি এবং চামচ সরবরাহ করবে এই সংস্থা।

কামত হোটেল

কেন বাড়বে শেয়ার? কামাত হোটেলের শেয়ার এই মাসে ৭১% বেড়েছে। স্মলক্যাপ এই কোম্পানির শেয়ার ৯০০ কোটি টাকার কম। এই মাসে অযোধ্যায় একটি নতুন হোটেল শুরুর পরিকল্পনা। ভবিষ্যতে অযোধ্যায় আরও দুটি হোটেল খুলবে কামট হোটেল।

 

এসআইএস লিমিটেড

কেন বাড়বে শেয়ার? অযোধ্যার মন্দির কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে কোম্পানিটি। রাম মন্দির ট্রাস্টের সঙ্গে চুক্তি হতেই শেয়ারদর বেড়েছে আজ ১৮%।

প্রাভেগ

কেন বাড়বে শেয়ার? অযোধ্যায় একটি বিলাসবহুল টেন্ট রিসর্ট খুলেছে প্রাভেগ। জানুয়ারিতে এখনও পর্যন্ত ৩৫% বেড়েছে শেয়ার।

অ্যাপোলো সিন্দুরি হোটেল

কেন বাড়বে শেয়ার? চেন্নাইয়ের অ্যাপোলো সিন্দুরি হোটেলের শেয়ার এই মাসে ৫৪% বেড়েছে। অযোধ্যায় একটি মাল্টি-লেভেল পার্কিং তৈরি এই সংস্থা।

থমাস কুক

কেন বাড়বে শেয়ার? ট্যুর অপারেটর থমাস কুক তাদের অযোধ্যার থিমে সাজিয়ে নিয়েছে। এই সংস্থার শেয়ার প্রায় ১৮% বেড়েছে। ইতিমধ্যে অযোধ্যা, বারাণসী ও প্রয়াগরাজে ধর্মীয় ট্যুর প্যাকেজ চালু করেছে থমাস কুক।

IRCTC

কেন বাড়বে শেয়ার? জানুয়ারিতে ১৭% বেড়েছে IRCTC র শেয়ার দর।

জেনেসিস

কেন বাড়বে শেয়ার? জেনেসিস ইন্টারন্যাশনালের শেয়ার প্রায় ১৬% বেড়েছে। অযোধ্যা শহরের জন্য অফিসিয়াল মানচিত্র তৈরি করেছে জেনেসিস।

অ্যালায়েড ডিজিটাল

কেন বাড়বে শেয়ার? মুম্বাইয়ের অ্যালাইড ডিজিটাল সার্ভিসেস অযোধ্যা স্মার্ট সিটি প্রকল্পে মাস্টার সিস্টেম ইন্টিগ্রেটর।
এই সংস্থার স্টক জানুয়ারিতে বেড়েছে ৪১%।

EaseMyTrip

কেন বাড়বে শেয়ার? EaseMyTrip-এর শেয়ার এখনও পর্যন্ত ১৫% বেড়েছে। অযোধ্যা রাম মন্দির বিশেষ ট্যুর প্যাকেজ চালু করেছে EaseMyTrip। এছাড়াও ইন্ডিগো, স্পাইসজেট, ইন্ডিয়ান হোটেল ইত্যাদি বেশ কিছু পর্যটন সংস্থার শেয়ারদর বাড়বে ধারনা বাজার বিশেষজ্ঞদের।

 

DISCLAIMER শেয়ার বাজারে লগ্নিতে ঝুঁকি আছে। বিনিয়োগ সম্পর্কিত খোঁজখবর নিয়ে নিজের দায়িত্বে বিনিয়োগ করুন।