Silver Ant Of Sahara: চিতার থেকেও জোরে ছুটতে পারে এই পিঁপড়ে

Supriyo Ghosh

Supriyo Ghosh |

Updated on: Mar 06, 2023 | 10:08 PM

Saharan Silver Ant: বিজ্ঞানীরা সাহারায় রুপোলি রঙের একটি পিঁপড়ের হাঁটার গতি মেপে দেখেছেন। এরা ঘণ্টায় ৪০০ মাইল বেগে দৌড়াতে পারে। যেখানে চিতার গতি ঘণ্টায় মাত্র ৭০ মাইল।

বিজ্ঞানীরা সাহারায় রুপোলি রঙের একটি পিঁপড়ের হাঁটার গতি মেপে দেখেছেন। এরা ঘণ্টায় ৪০০ মাইল বেগে দৌড়াতে পারে। যেখানে চিতার গতি ঘণ্টায় মাত্র ৭০ মাইল। এই পিঁপড়ের নাম সাহারান সিলভার অ্যান্ট। শুধু পিঁপড়েদের মধ্যেই নয়,পতঙ্গদের মধ্যেও সবচেয়ে দ্রুতগামী সাহারান সিলভার অ্যান্ট। পৃথিবীতে ১২০০০ প্রজাতির পিঁপড়ে রয়েছে। এই রূপালী রঙের সিলভার অ্যান্ট তাদের সবার মধ্যে দ্রুততম। গতির দিক থেকে, রূপালী পিঁপড়ের চেয়ে এগিয়ে আছে মাত্র দুটি প্রাণী। একটি হল অস্ট্রেলিয়ার বিটল প্রজাতির টাইগার বিটল এবং ক্যালিফোর্নিয়ার উপকূলীয় মাইট। সিলভার অ্যান্টরা প্রতি সেকেন্ডে তার শরীরের দৈর্ঘ্যের চেয়ে ১০৮ গুণ বেশি পথ অতিক্রম করতে পারে। সিলভার পিঁপড়া কেন এত দ্রুত চলে তা এখনও জানা যায়নি। সাহারা সিলভার এন্টের উপর গবেষণাটি ‘এক্সপেরিমেন্টাল বায়োলজি’ নামে একটি জার্নালে প্রকাশ পেয়েছে। সাহারান পিঁপড়ে বালিতে হাঁটে যেখানে দিনের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। রূপালী পিঁপড়ের এই গতি বালির ৬০ ডিগ্রি তাপমাত্রায় কারণে নয়। পিঁপড়েগুলিকে ল্যাবে নিয়ে এসে ১০ ডিগ্রি সেলসিয়াসে ছেড়ে দেওয়া হয়। তখন তাঁরা দেখেন তাদের গতি একইরকম রয়েছে। পিঁপড়েগুলির গতি তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত নয়। অধ্যাপক হ্যারাল্ড উলফ জানান,তাদের শরীরের গড়ন এমন,যাতে তারা দ্রুত চলাফেরা করতে পারে। গায়ের রং-এর কারণে তাদের শরীরও তাড়াতাড়ি গরম হয়ে যায় না।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla