শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে, কেমন আছেন নচিকেতা
Singer Nachiketa: অসুস্থতার কারণে গত কয়েকদিনের নির্ধারিত অনুষ্ঠানের সময়সূচি বাতিল করা হয়েছিল এবং তিনি বাড়িতে বিশ্রামেই ছিলেন। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা গিয়েছে, গায়কের অ্যাঞ্জিওপ্লাস্ট হয়েছে।
৯০-এর দশক থেকে শুরু। আজও তিনি মঞ্চে উঠলে মুগ্ধ হয়ে শোনেন শ্রোতারা। তাঁর গলায় একের পর এক গান বিখ্যাত হয়েছে বাঙালিদের মধ্যে। তাই শিল্পীর অসুস্থতার খবরে উদ্বেগ বেড়েছে শ্রোতাদের মধ্যে। অনুরাগীরা রয়েছেন উৎকন্ঠায়। কারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে নচিকেতাকে।
সূত্রের খবর, হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নচিকেতা। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। নচিকেতার পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ্যে আনা হয়নি। তবে খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

