AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Raid Hearing in Supreme Court: মামলার বৈধতা নিয়ে প্রশ্ন! সুপ্রিম কোর্টে বিরাট যুক্তি রাজীব কুমারদের আইনজীবীর

ED Raid Hearing in Supreme Court: মামলার বৈধতা নিয়ে প্রশ্ন! সুপ্রিম কোর্টে বিরাট যুক্তি রাজীব কুমারদের আইনজীবীর

TV9 Bangla Digital

| Edited By: Avra Chattopadhyay

Updated on: Jan 15, 2026 | 2:51 PM

Share

ED Raid in IPAC Office Hearing Supreme Court: ইডি অভিযোগ তুলেছিল মুখ্য়মন্ত্রী পুলিশ বাহিনী নিয়ে I-PAC অফিসে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই আগমনকে নিজেদের অভিযোগপত্রে 'ডাকাতির' সঙ্গে তুলনা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই অভিযোগকেই একেবারে নস্য়াৎ করে দিল পুলিশের পক্ষের সওয়ালকারী অভিষেক মনু সিঙ্ঘভী।

ইডি অভিযোগ তুলেছিল মুখ্য়মন্ত্রী পুলিশ বাহিনী নিয়ে I-PAC অফিসে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই আগমনকে নিজেদের অভিযোগপত্রে ‘ডাকাতির’ সঙ্গে তুলনা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই অভিযোগকেই একেবারে নস্য়াৎ করে দিল পুলিশের পক্ষের সওয়ালকারী অভিষেক মনু সিঙ্ঘভী।

তাঁর যুক্তি, ‘মুখ্য়মন্ত্রীর জেড প্লাস নিরাপত্তা থাকে। তাই এটাই স্বাভাবিক মুখ্যমন্ত্রী যখন যাবেন, তখন সেখানে পুলিশ বাহিনী বা বলা চলে সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে।’ ইডির অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী তথ্য-প্রমাণ ‘চুরি’ করেছেন। কিন্তু সুপ্রিম শুনানিতে রাজীব কুমারদের সওয়ালকারী বললেন, ‘তিনি শুধুমাত্র প্রতীক জৈনের ল্য়াপটপ নিয়ে এসেছেন। সমস্ত নথি নয়।’