Mamata Banerjee: SIR ইস্যুতে এইবার জেলাশাসকদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী: সূত্র
Mamata Banerjee On SIR: সেখানেই মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচন কমিশনের নাম না করে বলেন, রাজ্য সরকারেরই এক অফিসারকে স্পেশ্যাল রোল অফিসার হিসাবে পাঠিয়েছে। রাত হলেই তাঁরা ফোন করে বদলি কিংবা সাসপেন্ড করে দেওয়ার ভয় দেখাচ্ছে। জেলাশাসকরা যাতে কোনওভাবেই ভয় না পান, তার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: এসআইআর ইস্যুতে এবার জেলাশাসকদের বরাভয় মুখ্যমন্ত্রীর। এবার খোদ মুখ্যমন্ত্রীই বিস্ফোরক অভিযোগ তুললেন। তাঁর বক্তব্য, দিল্লি পাঠিয়ে দেওয়া হবে বলে জেলাশাসকদের ভয় দেখানো হচ্ছে। প্রাক্তন অফিসারকে বিশেষ পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে। রাত ৯টার পর ফোন করে অফিসারদের ভয় দেখানো হচ্ছে। জেলাশাসকদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্র মারফত খবর। সোমবার মুখ্যসচিবের সঙ্গে প্রত্যেক জেলাশাসকের একটি বিশেষ বৈঠক ছিল। সেটা উন্নয়নমূলক বৈঠক ছিল। সূত্রের খবর, সেই বৈঠকে আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি যোগদান করেন। জানা যাচ্ছে, সেখানেই মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচন কমিশনের নাম না করে বলেন, রাজ্য সরকারেরই এক অফিসারকে স্পেশ্যাল রোল অফিসার হিসাবে পাঠিয়েছে। রাত হলেই তাঁরা ফোন করে বদলি কিংবা সাসপেন্ড করে দেওয়ার ভয় দেখাচ্ছে। জেলাশাসকরা যাতে কোনওভাবেই ভয় না পান, তার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
