SIR Draft List: খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
Election Commission Of India: কমিশন সূত্রে খবর, যাদের ক্ষেত্রে এসআইআর ফর্মে আত্মীয় হিসাবে কাকা বা দাদার নাম দেওয়া রয়েছে, তাদের ডাকা হতে পারে। মানে, বাবা-মা, দাদু বা ঠাকুমার নাম ছাড়া অন্য কারও নাম ব্যবহার করে এসআইআর ফর্ম ফিলআপ করা হলেও তাঁদের ডাকা হতে পারে হিয়ারিংয়ে।
প্রকাশ হয়ে গিয়েছে এসআইআরের খসড়া ভোটার তালিকা। আর সেই তালিকায় নাম থাকবে কি না, সেই নিয়ে রাজ্যের মানুষের মনে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ, এমন অনেকেই হয়তো থাকবেন, যাঁদের খসড়া তালিকায় নাম রয়েছে। তারপরও তাঁদের হিয়ারিংয়ে ডেকেছে কমিশন। কিন্তু কোন পরিস্থিতিতে আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে কমিশন, জানেন?
কমিশন সূত্রে খবর, যাদের ক্ষেত্রে এসআইআর ফর্মে আত্মীয় হিসাবে কাকা বা দাদার নাম দেওয়া রয়েছে, তাদের ডাকা হতে পারে। মানে, বাবা-মা, দাদু বা ঠাকুমার নাম ছাড়া অন্য কারও নাম ব্যবহার করে এসআইআর ফর্ম ফিলআপ করা হলেও তাঁদের ডাকা হতে পারে হিয়ারিংয়ে।
Published on: Dec 16, 2025 11:29 AM
Latest Videos
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন

