SIR Draft List: খসড়া তালিকায় নাম থাকলেও ডাক পড়তে পারে! কী করবেন তখন?
SIR 2025 Draft List: কবে থেকে হিয়ারিং? কীভাবে আপনাকে সমন করবে কমিশন? আপনাকে হিয়ারিংয়ের জন্য কোথায় ডেকে পাঠানো হবে? আপনাকে ঠিক কী করবে হবে বা কী কী ডকুমেন্ট লাগবে আপনার এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই।
প্রকাশিত হয়েছে খসড়া তালিকা। নাম বাদের তালিকা বা আপনার নাম রয়েছে কি না সে তো আপনি দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে। দুটো ওয়েবসাইটে এই দুটো তথ্য আপনি দেখতে পারবেন। কিন্তু যাঁদের নাম খসড়া তালিকায় নেই তাঁদের মনে একাধিক প্রশ্ন এসে ভিড় জমাচ্ছে। কবে থেকে হিয়ারিং? কীভাবে আপনাকে সমন করবে কমিশন? আপনাকে হিয়ারিংয়ের জন্য কোথায় ডেকে পাঠানো হবে? আপনাকে ঠিক কী করবে হবে বা কী কী ডকুমেন্ট লাগবে আপনার এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই।
তবে, যাঁদের নাম খসড়া তালিকায় রয়েছে তাঁরা যে খুব নিশ্চিন্ত থাকবেন এমন নয়। কারণ? সূত্রে খবর, খসড়া তালিকা অনুযায়ী এবার যাঁদের সন্দেহ করছে কমিশন, তাঁদেরও একে একে ডেকে পাঠানো হবে।
Published on: Dec 17, 2025 06:08 PM

