SIR Hearing: শুনানির সময়সীমা নিয়ে চাপে কমিশন, সময়ে শেষ হবে তো?
Election Commission Of India: কমিশনের সঙ্গে জেলাশাসকদের বৈঠকে এই প্রশ্ন ওঠে, খবর সূত্রের। হিসাব বলছে ১৫ দিনে ৯৪ লক্ষের শুনানি করতে গেলে এইআরওদের দৈনিক ১৫০ জনের শুনানি করতে হবে। এ ছাড়াও তাদের দেওয়া নথি জমা নেওয়া হবে। যাচাই হবে ও আপলোড হবে। এর এটাই করা বাস্তবে অসম্ভবও, জানিয়েছেন জেলাশাসকরা।
এসআইআরের শুনানিতে সময় দেওয়া হয়েছে ৩ সপ্তাহ। অন্যদিকে, শুনানিতে ডাকা হবে প্রায় ৯৪ লক্ষ ভোটারকে। মাত্র ৩ সপ্তাহের মধ্যে এত সংখ্যক মানুষের সমস্যার সমাধান করা কি সম্ভব? সেটা নিয়েও প্রশ্ন উঠছে।
কমিশনের সঙ্গে জেলাশাসকদের বৈঠকে এই প্রশ্ন ওঠে, খবর সূত্রের। হিসাব বলছে ১৫ দিনে ৯৪ লক্ষের শুনানি করতে গেলে এইআরওদের দৈনিক ১৫০ জনের শুনানি করতে হবে। এ ছাড়াও তাদের দেওয়া নথি জমা নেওয়া হবে। যাচাই হবে ও আপলোড হবে। এর এটাই করা বাস্তবে অসম্ভবও, জানিয়েছেন জেলাশাসকরা।
Published on: Jan 12, 2026 07:47 PM

