SIR: খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
SIR: অপেক্ষা শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। মঙ্গলবার সকালেই প্রকাশ হতে চলেছে নির্বাচন কমিশনের প্রথম খসড়া তালিকা। সেই তালিকায় নাম আছে কি না, তা জানতে উদগ্রীব সাধারণ মানুষ। দুভাবে এই নাম জানা যাবে। দেখে নিন সেই প্রক্রিয়া।
কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলেও কোনও চিন্তা নেই। সে ক্ষেত্রে ফর্ম ৬ ফিল আপ করতে হবে ভোটারদের।
কমিশন সূত্রে খবর, ভবানীপুর থেকে ৪৫ হাজার, জোড়াসাঁকো থেকে ৭০ হাজারের বেশি নাম বাদ যেতে পারে। সেই তালিকা নিয়ে রাজনৈতিক তরজা চলছে। এই মধ্যে মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ। দুভাবে সেই তালিকা দেখা যাবে। অনলাইনে ও অফলাইনে। কমিশনের ওয়েবসাইট ও সিইও- ওয়েবসাইটে নাম দেখা যাবে, নিজের নাম আছে কি না। সেখানে না পাওয়া গেলে অফলাইনে দেখতে হবে।
কয়েকদিনের মধ্যেই শুনানির জন্য ডাকবে নির্বাচন কমিশন। ইআরও ও এইআরও থাকবেন সেই শুনানিতে।
Latest Videos
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...

