আজকের মধ্যে ফর্ম ৭ জমা না হলে আরও বড় আন্দোলন! কী আছে এই SIR ফর্মে?
SIR in West Bengal: এসআইআর নিয়ে নয়া বিতর্ক। খসড়া ভোটার তালিকা, শুনানি বা হিয়ারিংয়ে ডাকা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়েছে। এবার ফর্ম ৭ নিয়ে বিতর্ক। এসআইআরেরর ৭ নম্বর ফর্ম জমা না নেওয়ার প্রতিবাদে বাঁকুড়ার ওন্দায় বিডিও অফিসের সামনে ধরনা অবস্থান শুরু করল বিজেপি।
এসআইআর নিয়ে নয়া বিতর্ক। খসড়া ভোটার তালিকা, শুনানি বা হিয়ারিংয়ে ডাকা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়েছে। এবার ফর্ম ৭ নিয়ে বিতর্ক। এসআইআরেরর ৭ নম্বর ফর্ম জমা না নেওয়ার প্রতিবাদে বাঁকুড়ার ওন্দায় বিডিও অফিসের সামনে ধরনা অবস্থান শুরু করল বিজেপি। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে আজ, বৃহস্পতিবার বিজেপি কর্মীরা বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আজকের মধ্যে ৭ নম্বর ফর্ম জমা না নেওয়া হলে, আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি কর্মীরা। কী আছে এই ফর্ম-৭-এ? ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ দিতে ফর্ম ৭ -র প্রয়োজন পড়ে।
Latest Videos
