Draft Voter List: ১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
SIR in West Bengal: এনুমারেশন ফর্ম জমা দেওয়া শেষ। এবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। আগামী ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে। এই তালিকায় কাদের নাম থাকবে, কাদের নাম বাদ যাবে, তা নিয়ে তীব্র জল্পনা চলছে।
এনুমারেশন ফর্ম জমা দেওয়া শেষ। এবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। আগামী ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে। এই তালিকায় কাদের নাম থাকবে, কাদের নাম বাদ যাবে, তা নিয়ে তীব্র জল্পনা চলছে। এর মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিল অনলাইন ও অফলাইন- দুই পদ্ধতিতেই খসড়া ভোটার তালিকায় নাম দেখা যাবে। অনলাইনে নাম খুঁজতে, প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in- এ যেতে করতে হবে। এরপরে নিজের নাম ও এপিক নম্বর বসাতে হবে। ক্লিক করলেই বেরিয়ে আসবে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কি না।
Latest Videos
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
