SIR: মৃত BLO-র পরিবারের সঙ্গে এখনও প্রশাসন যোগাযোগ করেনি বলে অভিযোগ
SIR: ঘটনার পর এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা প্রশাসনের তরফ থেকে কেউই পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি বলে অভিযোগ। ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিবারের সঙ্গে প্রসাশনিকস্তরে কেউ যোগাযোগ করেনি বলে অভিযোগ মৃতার স্বামী মাধব হাঁসদার।
কাটোয়া: SIR চলাকালীন এক বিএলও -র মৃত্যু। পরিবারের অভিযোগ, কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়ে বিএলও-র। রবিবার পূর্ব বর্ধমানের মেমারির ২ ব্লকের ২৭৮ নং বুথে কাজ করছিলেন বিএলও নমিতা হাঁসদা। পরিবারের দাবি, কাজের মাঝেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, অত্যাধিক কাজের চাপেই ব্রেন স্ট্রোক হয়েছে নমিতার। কিন্ত ঘটনার পর এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা প্রশাসনের তরফ থেকে কেউই পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি বলে অভিযোগ। ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিবারের সঙ্গে প্রসাশনিকস্তরে কেউ যোগাযোগ করেনি বলে অভিযোগ মৃতার স্বামী মাধব হাঁসদার।
