SIR, Kolkata: কলকাতা ছাড়ছে বাঙালি, যাচ্ছে কি বাইরের রাজ্যে?
SIR 2025 Draft List: তাঁরা যাচ্ছেন কোথায়? অনেকেই বলছেন শহর থেকে শহরতলিতে চলে যাচ্ছেন ভোটাররা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাঙালি ভোটাররা কলকাতা থেকে শহরতলিতে সরেছে এমন নয়। বাঙালি চলে যাচ্ছে বাইরেও। এমনকি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অচিরেই বাঙালি শূন্য কলকাতা দেখতে পেতে পারেন আপনি।
আগেই শোনা গিয়েছিল কলকাতা ছাড়ছেন অনেক বাঙালি। আর এবার এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা গেল তা অনেকাংশেই সত্যি। স্থানান্তরিত ভোটারের সংখ্যা কলকাতাতেই বেশি। শহর ছেড়ে শহরতলিতে সরছেন অনেকেই। তবে কি কলকাতাতেই সংখ্যালঘু হয়ে যাচ্ছেন বাঙালিরাই? রাজ্যের ২.৬ শতাংশ ভোটার পাকাপাকি ভাবে স্থানান্তরিত হয়েছেন। অন্যদিকে, সেই হিসাবে কলকাতার হিসাব কিন্তু ৮.৫ শতাংশের কাছাকাছি।
কিন্তু তাঁরা যাচ্ছেন কোথায়? অনেকেই বলছেন শহর থেকে শহরতলিতে চলে যাচ্ছেন ভোটাররা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাঙালি ভোটাররা কলকাতা থেকে শহরতলিতে সরেছে এমন নয়। বাঙালি চলে যাচ্ছে বাইরেও। এমনকি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অচিরেই বাঙালি শূন্য কলকাতা দেখতে পেতে পারেন আপনি।

