তালিকায় জীবিত ভূত ৮৩-র প্রভাবতী!
কমিশনের খসড়া তালিকা অনুযায়ী তিনি আর বেঁচে নেই। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন পরিবারের লোকজন। তাঁদের দাবি, ওই এলাকার বাসিন্দা প্রভাবতীদেবী বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন। কিন্তু খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা যায় বৃদ্ধা জীবিত থাকলেও সরকারি খাতায় তিনি মৃত!
দিব্যি বসে আছেন, হেঁটে বেড়াচ্ছেন, অথচ এসআইআরএর খসড়া তালিকায় মৃত! আরামবাগেও সামনে এল ‘জীবিত ভূত’। এখনও সুস্থ সবল রয়েছেন আরামবাগের সালেপুর-২ পঞ্চায়েতের বাসিন্দা ৮৩ বছরের প্রভাবতী ভৌমিক। কথা বলছেন, সংসার সামলাচ্ছেন সবই ঠিকঠাক। কিন্তু কমিশনের খসড়া তালিকা অনুযায়ী তিনি আর বেঁচে নেই। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন পরিবারের লোকজন। তাঁদের দাবি, ওই এলাকার বাসিন্দা প্রভাবতীদেবী বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন। কিন্তু খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা যায় বৃদ্ধা জীবিত থাকলেও সরকারি খাতায় তিনি মৃত!
Published on: Jan 05, 2026 05:41 PM

