SLST মিছিলে মহিলা বিক্ষোভকারীদের গায়ে হাত দিল পুলিশ?
SLST Protestors: এবার পথে নামল এসএলএসটি চাকরিপ্রার্থীরা। পুলিশের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, পুরুষ পুলিশকর্মীরা মহিলা বিক্ষোক্ষকারীদের গায়ে হাত দিয়েছেন। কোনও মেয়ে পুলিশ নেই। পুলিশ বিক্ষোভকারীদের ধাক্কা মেরেছে।
আবার বিক্ষোভে উত্তাল শহর। এবার পথে নামল এসএলএসটি চাকরিপ্রার্থীরা। কথা ছিল এসএন ব্যানার্জী রোড ধরে ধর্মতলায় যাবেন। তবে পুলিশ পথ আটকে দেয়। মৌলালীতে তাদের আটকে দেওয়া হয়। সেই বাধা টপকেই ধর্মতলার দিকে ছুটছেন চাকরিপ্রার্থীরা। কার্যত স্তব্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা। চাকরিপ্রার্থীরা বলছেন, তারা যোগ্য় হওয়া সত্ত্বেও চাকরি পাচ্ছেন না। অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, পুরুষ পুলিশকর্মীরা মহিলা বিক্ষোক্ষকারীদের গায়ে হাত দিয়েছেন। কোনও মেয়ে পুলিশ নেই। পুলিশ বিক্ষোভকারীদের ধাক্কা মেরেছে।
Published on: Nov 24, 2025 02:55 PM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
