Snowfall In Darjeeling: সমতলে বৃষ্টি, পাহাড়ে তুষারপাত!
First Snowfall: মরসুমের প্রথম তুষারপাত। সাদা হলে গেল সান্দাকফু। দেখুন সেই নয়নাভিরাম দৃশ্য।
বৃহস্পতিবার সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৃষ্টি। আর বৃষ্টি নামতেই জাঁকিয়ে ঠান্ডা পড়ল উত্তর বঙ্গের পাহাড়ে। দার্জিলিং শহর ও আশপাশের এলাকার আকাশ দিনভর মেঘলা হয়েই ছিল। সারাদিনে বেশ কয়েকবার দু এক পশলা বৃষ্টিও হয়েছে পাহাড়ে। বৃষ্টি নেমেছে সান্দাকফুতেও। ঘন মেঘের চাদরে মুড়েছে সিঙ্গলিলার জঙ্গল। বৃষ্টি নামতেই মরশুমের প্রথম তুষারপাত হল পাহাড়ে।
ঝকঝকে ফটফটে সাদা বরফের আস্তারণে ঢেকে গিয়েছে সান্দাকফু আর ফালুট। গত কয়েকদিন ধরেই তুষারপাতের অনুকুল পরিবেশ তৈরি হচ্ছিল এই এলাকায়। অবশেষে বৃষ্টি নামতেই শুরু হল ফ্রেশ স্নো-ফল। আর তাই দার্জিলিং পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরাও এখন ল্যান্ড রোভারে চেপে ছুট দিয়েছেন সান্দাকফু অভিমুখে। এমন সুযোগ কি আর রোজ রোজ আসে!

হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!

স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!

জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!

সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
