Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Snowfall In Darjeeling: সমতলে বৃষ্টি, পাহাড়ে তুষারপাত!

Snowfall In Darjeeling: সমতলে বৃষ্টি, পাহাড়ে তুষারপাত!

Nandan Paul

|

Updated on: Dec 08, 2023 | 3:10 PM

First Snowfall: মরসুমের প্রথম তুষারপাত। সাদা হলে গেল সান্দাকফু। দেখুন সেই নয়নাভিরাম দৃশ্য।

বৃহস্পতিবার সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৃষ্টি। আর বৃষ্টি নামতেই জাঁকিয়ে ঠান্ডা পড়ল উত্তর বঙ্গের পাহাড়ে। দার্জিলিং শহর ও আশপাশের এলাকার আকাশ দিনভর মেঘলা হয়েই ছিল। সারাদিনে বেশ কয়েকবার দু এক পশলা বৃষ্টিও হয়েছে পাহাড়ে। বৃষ্টি নেমেছে সান্দাকফুতেও। ঘন মেঘের চাদরে মুড়েছে সিঙ্গলিলার জঙ্গল। বৃষ্টি নামতেই মরশুমের প্রথম তুষারপাত হল পাহাড়ে।

ঝকঝকে ফটফটে সাদা বরফের আস্তারণে ঢেকে গিয়েছে সান্দাকফু আর ফালুট। গত কয়েকদিন ধরেই তুষারপাতের অনুকুল পরিবেশ তৈরি হচ্ছিল এই এলাকায়। অবশেষে বৃষ্টি নামতেই শুরু হল ফ্রেশ স্নো-ফল। আর তাই দার্জিলিং পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরাও এখন ল্যান্ড রোভারে চেপে ছুট দিয়েছেন সান্দাকফু অভিমুখে। এমন সুযোগ কি আর রোজ রোজ আসে!