Kolkata medical college: নির্মল মাজি পা রাখতেই উঠল ‘গো ব্যাক’ স্লোগান
শেষে নিজের বক্তব্য শেষ না করেই বেরিয়ে গেলেন সেখান থেকে। এক সময় এই কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন নির্মল মাজি। সেই সময়ও তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। ছাত্রদের একটা বড় অংশের অভিযোগ, তিনি বাকিদের নম্বর কেটে দেওয়ার জন্য নির্দেশ দিতেন।
কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভের মুখে নির্মল মাজি। মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল বিধায়ক তথা এ রাজ্যের শাসকদলের চিকিৎসক সংগঠনের নেতার বিরুদ্ধে উঠল চোর স্লোগান। এমনকী, গো-ব্যাক স্লোগানও দেওয়া হল। শেষে নিজের বক্তব্য শেষ না করেই বেরিয়ে গেলেন সেখান থেকে। এক সময় এই কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন নির্মল মাজি। সেই সময়ও তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। ছাত্রদের একটা বড় অংশের অভিযোগ, তিনি বাকিদের নম্বর কেটে দেওয়ার জন্য নির্দেশ দিতেন। পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিতেন বলেও অভিযোগ। একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। এমনকী, সেখানে থাকা হস্টেলেও ঢুকতে পারেনি নির্মল। তাই এটা নতুন কোনও ঘটনা নয়।
