SSC News: আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
Kolkata: একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা প্রকাশের জন্য ২১ তারিখই ছিল এসএসসি-র নির্ধারিত ডেডলাইন। সেই ডেডলাইন মেনেই এদিন তালিকা প্রকাশের পথে কমিশন। মেধা তালিকা ঘিরে বিশেষভাবে নজর রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।
বুধবার সন্ধ্যায় এসএসসি একাদশ দ্বাদশের মেরিট লিস্ট প্রকাশিত হবে। ১৮ হাজার ৫০০ জনের নাম থাকতে পারে এই লিস্টে। এর মধ্যে ১২ হাজারের মতো চাকরি হবে। মেরিট লিস্টে থাকা প্রার্থীরা কাউন্সেলিংয়ে ডাক পাবেন। কাউন্সেলিংয়ের পরে নির্বাচিতরা নিয়োগ পাবেন। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা প্রকাশের জন্য ২১ তারিখই ছিল এসএসসি-র নির্ধারিত ডেডলাইন। সেই ডেডলাইন মেনেই এদিন তালিকা প্রকাশের পথে কমিশন। মেধা তালিকা ঘিরে বিশেষভাবে নজর রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। এই নিয়ে আইনি লড়াইও হয়। দীর্ঘ অনিশ্চয়তার পর তাঁরা এদিন কিছু স্পষ্ট আলো দেখবে।
