AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC: ফের বিতর্কে SSC, পরীক্ষা দিয়েও অ্যাবসেন্ট!

SSC: ফের বিতর্কে SSC, পরীক্ষা দিয়েও অ্যাবসেন্ট!

সুমন মহাপাত্র

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Nov 09, 2025 | 7:37 PM

Share

SSC: আইনজীবীর প্রশ্ন, হাই কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেন আবদুস সাত্তার। কিন্তু যখন ফলপ্রকাশ হয় দেখা যায় তিনি অনুপস্থিত! আর এখানেই স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী।

কলকাতা: আদালতের নির্দেশে পরীক্ষা দিলেও এসএসসির রেজাল্টে ‘অনুপস্থিত’ আবদুস সাত্তার।  ১৪ সেপ্টেম্বর এসএসসির একাদশ দ্বাদশে পরীক্ষা দেন সাত্তার। আদালতের নির্দেশে এসএসসি ও বোলপুর সংশোধনাগারের সম্মতিতেই হয়েছিল পরীক্ষা।  এসএসসি সূত্রে খবর, ভুল হয়ে থাকতে পারে, দ্রুত সংশোধন করা হবে রেজাল্ট। আইনজীবীর প্রশ্ন, হাই কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেন আবদুস সাত্তার। কিন্তু যখন ফলপ্রকাশ হয় দেখা যায় তিনি অনুপস্থিত! আর এখানেই স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী।