SSC: ফের বিতর্কে SSC, পরীক্ষা দিয়েও অ্যাবসেন্ট!
SSC: আইনজীবীর প্রশ্ন, হাই কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেন আবদুস সাত্তার। কিন্তু যখন ফলপ্রকাশ হয় দেখা যায় তিনি অনুপস্থিত! আর এখানেই স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী।
কলকাতা: আদালতের নির্দেশে পরীক্ষা দিলেও এসএসসির রেজাল্টে ‘অনুপস্থিত’ আবদুস সাত্তার। ১৪ সেপ্টেম্বর এসএসসির একাদশ দ্বাদশে পরীক্ষা দেন সাত্তার। আদালতের নির্দেশে এসএসসি ও বোলপুর সংশোধনাগারের সম্মতিতেই হয়েছিল পরীক্ষা। এসএসসি সূত্রে খবর, ভুল হয়ে থাকতে পারে, দ্রুত সংশোধন করা হবে রেজাল্ট। আইনজীবীর প্রশ্ন, হাই কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেন আবদুস সাত্তার। কিন্তু যখন ফলপ্রকাশ হয় দেখা যায় তিনি অনুপস্থিত! আর এখানেই স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
