AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Noida Crime News: অনলাইন অর্ডারে ক্যাম্পাসেই আসত গাঁজা

Noida Crime News: অনলাইন অর্ডারে ক্যাম্পাসেই আসত গাঁজা

rahul Sadhukhan

|

Updated on: Jan 11, 2024 | 7:21 PM

Share

অনলাইন অর্ডারে ক্যাম্পাসেই আসত গাঁজা। রমরমিয়ে ক্যাম্পাসে চলছিল মাদক কারবার। পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ল অপরাধী।

পড়ুয়াদের হাতে সিগারেট। কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া। ক্যাম্পাসগুলো যেন ছোটখাটো গ্যাস চেম্বার। কিন্তু কিসের ধোঁয়া। শুধুই তামাক নাকি অন্য কিছু? বছরের শুরুতে নয়ডায় বড়সড় মাদক চক্রের হদিস পেল পুলিশ। মাদক পাচার চলছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অন্দরে। ক্রেতা কলেজ পড়ুয়া উঠতি যুবক-যুবতী। বিক্রেতারা অনলাইনে অর্ডার নিত। অনলাইন মাধ্যমেই চালাত কেনাবেচা। শিলং থেকে আসত মাদক। শুধু ক্যাম্পাসেই নয় পিজি আর হস্টেলেও মাদক সরবরাহ করত পাচারকারীরা। কী কী কেনাবেচা হত অসাধু মদকচক্রে?

৫ জনকে মাদক সহ গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে একজন একটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। মাদক পাচার চক্রটি রমরমিয়ে চলছিল নয়ডার নামকরা একটি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। মাদক চক্রের নিশানায় থাকত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দিল্লি-এনসিআর এলাকার বেশ কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মাদক পাচার করা হত। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক। গ্রেফতার করা হয় পাঁচজনকে।

 

নয়ডা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হরিশ চন্দেরের কথায় সেই ধৃতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ফাঁদ পেতে চালানো হয় অভিযান। ফাঁদে পা দেয় ৫ জন। নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার হরিশ চন্দের জানান, নভেম্বর মাসে যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের জেরা করেই মাদক চক্রে জড়িত বাকিদের খোঁজ পাওয়া যায়। সেই অনুযায়ী ফাঁদ পাতা হয়। শনিবার ওই ফাঁদেই পা দেয় ৫ জন মাদক পাচারকারী। অভিযুক্তদের জেরা করে জানা গিয়েছে, মূলত বিশ্ববিদ্যালয় চত্বরের আশেপাশের পিজি-গুলিকেই টার্গেট করা হত। পড়ুয়াদের নানা প্রলোভন দেখিয়ে মাদকের নেশায় আসক্ত করে দেওয়া হত।