নরেন্দ্র মোদীর সভার প্রস্তুতি খতিয়ে দেখছেন সুকান্ত মজুমদার
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলে থাকেন, চৌত্রিশ বছরে বামেদের দুর্গ নাড়াতে সিঙ্গুরের এই আন্দোলন ছিল গুরুত্বপূর্ণ ইস্যু। বামফ্রন্ট সরকার তৎকালীন সময়ে এই সিঙ্গুরে টাটা ন্যানোর কারখানা তৈরি করবে বলে কৃষকদের থেকে জমি অধিগ্রহণ করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুরের সভা ঘিরে তপ্ত বঙ্গ রাজ্য-রাজনীতি। মোদীর সভায় আমন্ত্রণ জানাতে সাধারণের দুয়ারে-দুয়ারে বিজেপি। প্রধানমন্ত্রীর সভার জন্য জমি দিয়েছেন কৃষকরাই। সিঙ্গুরের কৃষকরাই এখন শিল্প চাইছেন। ওই জমিতেই শিল্প হবে বলে দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। তাঁর আরও আশ্বাস বিজেপি এলে ফিরবে টাটা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলে থাকেন, চৌত্রিশ বছরে বামেদের দুর্গ নাড়াতে সিঙ্গুরের এই আন্দোলন ছিল গুরুত্বপূর্ণ ইস্যু। বামফ্রন্ট সরকার তৎকালীন সময়ে এই সিঙ্গুরে টাটা ন্যানোর কারখানা তৈরি করবে বলে কৃষকদের থেকে জমি অধিগ্রহণ করে। তবে সেই সময় বিরোধী নেত্রী থাকাকালীন বিক্ষোভ দেখিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নরেন্দ্র মোদীর সভার প্রস্তুতি খতিয়ে দেখছেন সুকান্ত মজুমদার
IPAC কাণ্ডের প্রতিবাদে নবান্নের কাছে ধর্নায় বসতে চায় শুভেন্দু-সুকান্ত
নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে ভোটার তালিকায় নাম নয়, স্পষ্ট করল কমিশন
প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য, শুভেন্দুকে নোটিস

