Suvendu Adhikari: বেলডাঙার ঘটনায় NIA তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর
Beldanga Chaos: এবার বেলডাঙার অশান্তির ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে যে উত্তেজনা ছড়িয়েছে, তা রীতিমতো রণক্ষেত্রে রূপ ধারণ করে। তারপরেই রাজ্যপাল, স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্য়াগ করে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি।
এবার বেলডাঙার অশান্তির ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে যে উত্তেজনা ছড়িয়েছে, তা রীতিমতো রণক্ষেত্রে রূপ ধারণ করে। তারপরেই রাজ্যপাল, স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্য়াগ করে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি।
তাতে শুভেন্দুর দাবি, ‘ঘটনাস্থলে পুলিশ থেকেও নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।’ তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান শুভেন্দু। পাশাপাশি, দাবি জানান NIA তদন্তেরও।

