‘চিবিয়ে চিবিয়ে কথা বলেন’, মেসির সঙ্গে কার ছবি দেখিয়ে হাসলেন শুভেন্দু?
Suvendu Adhikari: সাংবাদিক বৈঠক করে ঘটনার দিন স্টেডিয়ামের বেশ কিছু ছবি, মুহূর্তের ছবি বিগ স্ক্রিনে তুলে ধরেন। আর তা নিয়ে প্রশ্ন তোলেন। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আয়োজন শতদ্রু দত্তকে। কিন্তু এই কেস আদৌ 'ধোপে ঠিকবে না' তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকেই এফআইআর-এর বেশ কয়েকটি অসঙ্গতির কথা উল্লেখ করেন শুভেন্দু।
কলকাতা: তিলোত্তমাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুবভারতীকাণ্ডের মিল চোখ আঙুল দিয়ে দেখালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের তৈরি করা তদন্ত কমিটি তিনি মানেন না বলেও জানিয়ে দিলেন তিনি। নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি তুললেন। সাংবাদিক বৈঠক করে ঘটনার দিন স্টেডিয়ামের বেশ কিছু ছবি, মুহূর্তের ছবি বিগ স্ক্রিনে তুলে ধরেন। আর তা নিয়ে প্রশ্ন তোলেন। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আয়োজন শতদ্রু দত্তকে। কিন্তু এই কেস আদৌ ‘ধোপে ঠিকবে না’ তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকেই এফআইআর-এর বেশ কয়েকটি অসঙ্গতির কথা উল্লেখ করেন শুভেন্দু। মেসির সঙ্গে ক্রীড়ামন্ত্রীর ছবিও সাংবাদিক বৈঠকে দেখান তিনি।

