গলবস্ত্র হয়ে ক্ষমা চাইলেন শুভেন্দুর বাবা, বললেন, ‘চোখ থেকে ঠসঠস করে জল পড়ে যায়…’,
Sisir Adhikari Apologies: তৃণমূলের সব কেচ্ছা-কেলেঙ্কারি তিনি জানেন বলে মন্তব্য করেন। বর্ষীয়ান এই নেতা বলেন, “ওই কেচ্ছা-কেলেঙ্কারি আমি ঘৃণা করি। যেহেতু পার্টিটা করতাম, তাই আমি বলছি না। তাঁকে বাংলার মুখ্যমন্ত্রী আমরাই করেছিলাম।"
দুই দশকের বেশি তৃণমূল করেছেন। পূর্ব মেদিনীপুরে রাজ্যের শাসকদলের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তৃণমূল করার জন্য এবার সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপির সভায় ঝুঁকে পড়ে তিনি বললেন, “গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা করে দেবেন। একটা ভুল পথে চলে গিয়েছিলাম।”
তৃণমূলের সব কেচ্ছা-কেলেঙ্কারি তিনি জানেন বলে মন্তব্য করেন। বর্ষীয়ান এই নেতা বলেন, “ওই কেচ্ছা-কেলেঙ্কারি আমি ঘৃণা করি। যেহেতু পার্টিটা করতাম, তাই আমি বলছি না। তাঁকে বাংলার মুখ্যমন্ত্রী আমরাই করেছিলাম। গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা করে দেবেন। একটা ভুল পথে চলে গিয়েছিলাম। সেই ভুল পথে আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। আপনাদের কিছু করতে পারলাম না। চোখ থেকে ঠসঠস করে জল পড়ে যায়। ছাব্বিশ সালে সরকারটা এনে দেন। আমি অনেকদিন বাঁচব। হড়হড় করে টেনে নিয়ে আনব। কিছু জানেন না, চুরিটা ভাল করে জানেন।”
