Swastika Mukherjee, Viral Post: মুরগিকে যৌন নির্যাতন, শিউরে ওঠা ভিডিয়ো পোস্ট স্বস্তিকার

Swastika Mukherjee, Viral Post: মুরগিকে যৌন নির্যাতন, শিউরে ওঠা ভিডিয়ো পোস্ট স্বস্তিকার

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Aug 21, 2024 | 11:22 PM

চারিদিকে আরজি কর কাণ্ড নিয়ে চলছে প্রতিবাদ মিছিল। পথে নেমেছেন আম জনতা থেকে টলিপাড়ার কলাকুশলীরাও। এবার আরও এক শিউরে ওঠা ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যে ভিডিয়ো দেখা যাচ্ছে এক ব্যক্তি পোষ্য মুরগির সঙ্গে যৌন সংগম করছেন। যা দেখে শিউরে উঠেছে দর্শককুল।

শিউরে ওঠা ভিডিয়ো পোস্ট স্বস্তিকার

চারিদিকে আরজি কর কাণ্ড নিয়ে চলছে প্রতিবাদ মিছিল। পথে নেমেছেন আম জনতা থেকে টলিপাড়ার কলাকুশলীরাও। এবার আরও এক শিউরে ওঠা ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যে ভিডিয়ো দেখা যাচ্ছে এক ব্যক্তি পোষ্য মুরগির সঙ্গে যৌন সংগম করছেন। যা দেখে শিউরে উঠেছে দর্শককুল।

সাবধান করলেন সুদীপ্তা

আরজি কর কাণ্ডে এবার সাবধান করে দিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে লিখলেন, ‘প্রত্যেকটা ঘটনাকে তৃণমূল-বিজেপি-সিপিএম করে দেওয়া রাজনৈতিকদের চেনা ছক। অতি নির্লজ্জ ছক। এত সহজে পার পেতে দেওয়া যাবে না। রাজনৈতিক দলরা তাঁদের কাজ নিশ্চয়ই করবেন, প্রতিবাদ করবেন, জবাব চাইবেন, নিশ্চয়ই চান।’

মন খারাপ জিতের

মঞ্চে দাঁড়িয়ে আবারও সরব হলেন জিৎ। আরজি কর কাণ্ড প্রসঙ্গে তিনি জানান, ‘যে সময় এই ইভেন্ট হচ্ছে, সেই সময় আমার শহরের অবস্থা একেবারেই ভাল নয়। কাজের মধ্যে থাকলেই ভেতর ভেতর মন খারাপ থাকে। উদাস থাকে। যবে থেকে এই ঘটনা ঘটেছে, তবে থেকেই।’

দর্শকের কটাক্ষের মুখে সায়ন্তিকা

ঋতুপর্ণা সেনগুপ্তর পর এবার সায়ন্তিকা বন্দোপাধ্যায়। দর্শকের কটাক্ষের মুখে নায়িকা তথা বরাহনগরের বিধায়ক। আরজি কর ঘটনার প্রতিবাদ মঞ্চে গিটার বাজাতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই হইহই কাণ্ড। টিভি নাইন বাংলাকে নায়িকা জানালেন তিনি কারও কথাতেই গুরুত্ব দেন না।

জিতুর নিশানায় সায়ন্তিকা

তিলোত্তমার বিচার চেয়ে মঞ্চে এ কী করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়? গিটার বাজিয়ে বিচার চাইলেন? চরম কটাক্ষের মুখে বিধায়ক, ছেড়ে কথা বললেন না জিতু কামালও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, ওঁর রাজনৈতিক জ্ঞান সম্বন্ধে??? কোথায় নিয়ে যাচ্ছেন বাংলার রাজনীতিকে! ট্রাজেডি না কমেডি, বিরহ না আনন্দ! অনুভূতিটা বুঝতেই পারছি না!

ডোনার মিছিলে থাকলেন না সৌরভ

বুধবার দুটি প্রতিবাদ মিছিলে হাঁটার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামা হচ্ছে না আর তাঁর। তাই স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের মিছিলেও থাকলেন না তিনি।

মিছিলে বিবেক অগ্নিহোত্রী

তিলোত্তমার বিচার বুধবার শহরে বিজেপির প্রতিবাদ মিছিলে পা মেলালেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ রব তুলে এদিন রাজ্যের প্রধান বিরোধী দল মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করে, সেই প্রতিবাদ মিছিলে সামিল হতে এদিন সকালেই মুম্বই থেকে কলকাতা উড়ে আসেন বিবেক অগ্নিহোত্রী।

ভাইরাল শ্রীলেখার পোস্ট

আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলছে। তার মাঝেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দু’বছর আগের তাঁর একটি পোস্ট আবারও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। জন্মদিনে তাঁর টাকিলা শট নেওয়ার ছবি নিয়ে তৈরি হয়েছে মিম। নোংরা মন্তব্য দেখেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন অভিনেত্রী। আইনি পদক্ষেপ করার কথাও বলেছেন।

বিএসসি ফেল অমিতাভ

বয়স ৮০ পার করেছেন। কিন্তু এখনও ব্যাটিং করে যাচ্ছেন চুটিয়ে। কথা হচ্ছে অমিতাভ বচ্চনের। বলিপাড়ায় তাঁর জুড়ি মেলা ভার। বয়স যেন সত্যিই একটা নম্বর তাঁর কাছে। কিন্তু জানেন কি আপনাদের প্রিয় ‘অ্যাংরি ইয়ং ম্যান’ কলেজে প্রথম পরীক্ষায় ফেল করেছিলেন? প্রথমে শুনলে হয়তো কেউ বিশ্বাস করতে চাইবেন না। একথা নিজেই স্বীকার করেছেন বিগ বি।