Night Sweats Causes: রাতের বেলায় ঘুমের মধ্যে ঘামেন? সাবধান…
অনেকেই রাতের বেলায় ঘুমের মধ্যে ঘামেন । সারা শরীর ঘেমে গিয়ে ঘুম ভেঙে যায়। এই রোগে অনেকেই ভোগেন। ওয়েবমেডের মতে, এইভাবে ঘেমে যাওয়া লিম্ফোমা ক্যানসারের একটি কারণ।
শুধু গরমে নয়,অনেকেই রাতের বেলায় ঘুমের মধ্যে ঘামেন। সারা শরীর ঘেমে গিয়ে ঘুম ভেঙে যায়। এই রোগে অনেকেই ভোগেন। ওয়েবমেডের মতে, এইভাবে ঘেমে যাওয়া লিম্ফোমা ক্যানসারের একটি কারণ। এই সমস্যা হলে, বিশেষজ্ঞের পরামর্শ নিন। গবেষণায় বলছে, শরীরে যদি কোনও সংক্রমণ হয়, তাহলেও ঘুমের সময় অনেক ঘাম হয়। টিউবারকুলোসিসের মতো সংক্রমণের কারণে এই সমস্যা হতে পারে। হরমোনের তারতম্যের জন্য ঘুমের সময় ঘামের সমস্যা হতে পারে। আপনার হরমোনের পরীক্ষা করানো দরকার। অনেক মহিলাদের মেনোপজের কারণে ঘুমের সময় ঘামের সমস্যা হয়। অনেক সময় দেখা যায় রক্তে শর্করার পরিমাণ কমে গেছে। সেখান থেকেও এই সমস্যা হতে পারে। বেশ কিছু ডায়াবেটিস রোগীদের রাতের বেলায় নিতে হয় ইনসুলিন, তাঁদেরও এই সমস্যা হতে পারে।
Latest Videos