কীভাবে বানাবেন তালপাতার সেপাই

utsha hazra

|

Updated on: Apr 08, 2021 | 4:03 PM

আউশগ্রামের ওয়ারিশপুরের মদনমোহন দত্ত ও তাঁর স্ত্রী চন্দনা দত্ত কর্মশালায় অংশগ্রহণকারীদের শেখান তালপাতার সেপাই বানানোর পদ্ধতি। কীভাবে সেপাইয়ের শরীর, হাত, পা, মাথা তৈরি করে তা সেলাই করতে হয়। কীভাবে রং করতে হয় তালপাতার সেপাই, তা শেখান তাঁরা। বাংলার খেলনার ইতিহাসে তালপাতার সেপাই বহুদিন থেকেই শিশুদের মনোরঞ্জন করে আসছে।

কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি আয়োজন করেছিল তালপাতার সেপাই নিয়ে একটি স্লাইড শো, সেমিনার এবং কর্মশালা। আউশগ্রামের ওয়ারিশপুরের মদন মোহন দত্ত এবং তাঁর স্ত্রী চন্দনা দত্ত কর্মশালায় অংশগ্রহণকারীদের শেখান তালপাতার সেপাই বানানোর পদ্ধতি। কীভাবে সেপাইয়ের শরীর, হাত, পা, মাথা তৈরি করে সেলাই করতে হয় শিখিয়িছেন তিনি। কীভাবে রং করতে হয় তালপাতার সেপাই, তাও শেখান দু’জন। বাংলার খেলনার ইতিহাসে তালপাতার সেপাই বহুদিন থেকে শিশুদের মনোরঞ্জন করে আসছে। শূদ্রকের মৃচ্ছকটিকেও নাকি উল্লেখ পাওয়া যায় এই খেলনার। সিপাহী বিদ্রোহের সময় প্রতিবাদ আর ব্রিটিশ শাসনকে উপহাস করবার মাধ্যম হয়ে ওঠে এই তালপাতার সেপাই। সই সময় বর্ধমান জেলায় সিপাহী বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয় ইংরেজ প্রশাসন। তখন আরও দ্বিগুণ উৎসাহে নেচে ওঠে তালপাতার সেপাই। বর্ধমানের আউশগ্রামের মদনমোহন দত্ত আজও সপরিবারে তৈরি করেন তালপাতার সেপাই। শূদ্রকের মৃচ্ছকটিক থেকে সিপাহী বিদ্রোহ হয়ে বর্তমান সময়ে এসে কেমন আছেন তালপাতার সেপাইয়ের কারিগররা? জানতে দেখুন এই ভিডিয়ো।