Tamannaah Bhatia: কোন অভিনেতার জন্য প্রতিজ্ঞা ভাঙলেন তামান্না?
তামান্না ভাটিয়া কেরিয়ারের শুরুতেই স্থির করেছিলেন পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করবেন না। টানা ১৭ বছর এভাবেই চলতে থাকে। কিন্তু ‘লাস্ট স্টোরিজ় ২’ অ্যান্থোলজিতে এই প্রতিজ্ঞা ভাঙলেন অভিনেত্রী।
পাল্টে গেল কঙ্গনার কণ্ঠস্বর
আসছে ইন্দিরা গান্ধীর বায়োপিক ‘ইমার্জেন্সি’। কেন্দ্রীয় চরিত্র থেকে শুরু করে প্রযোজনা, পরিচালনায় থাকছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে এবার ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী। কেবল লুকই নয়, কণ্ঠস্বরও ফেললেন পাল্টে। ঠিক যেন ইন্দিরা গান্ধী। ভয়েস মডিউলেশন শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
শো হারাচ্ছে ‘আদিপুরুষ’
প্রথম সপ্তাহেই বড় ধাক্কার মুখে ‘আদিপুরুষ’। অধিকাংশ প্রেক্ষাগৃহেই বেশিরভাগ দর্শক আসন থাকছে শূন্য। ফলে অনেক শো দর্শকদের অভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে স্বভাবতই শো কমছে ছবির। টিকিটের দাম কমিয়েও লক্ষ্মীলাভ হল না। চিন্তার ভাঁজ এখন ছবি নির্মাতাদের কপালে।
সত্যিই কি চুরি হয়েছে?
রশ্মিকা মন্দানার ম্যানেজার নাকি ৮০ লাখ টাকা চুরি করে পালিয়েছেন। এমনই খবর কানে এসেছিল দক্ষিণ-সিনেপাড়া সূত্রে। তবে এই খবর সম্পূর্ণ মিথ্যে। এবার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে জানিয়ে দিলেন খোদ রশ্মিকা ও তাঁর ম্যানেজার। তাঁরা একসঙ্গে আর কাজ করছেন না ঠিকই, তবে এর সঙ্গে চুরির কোনও যোগ নেই বলেই জানান তাঁরা।
OTT প্রসঙ্গে মনোজ
একটা সিনেমা কতজন দেখলেন তার হিসেব যতটা সহজ, একটি সিরিজ কতজন দেখছেন, বোঝা ততটাই কঠিন। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা মনোজ বাজপেয়ী। চুটিয়ে ওটিটিতে কাজ করছেন মনোজ। তাঁর কথায়, ওটিটিতে একটি ডিভাইসে স্ট্রিমিং মানে একটি ভিউ, সেটা যদি একসঙ্গে ১০ জনও দেখেন, তবেও একটি ভিউ-ই কাউন্ট হয়।
প্রতিজ্ঞা ভাঙলেন তামান্না
তামান্না ভাটিয়া কেরিয়ারের শুরুতেই স্থির করেছিলেন পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করবেন না। টানা ১৭ বছর এভাবেই চলতে থাকে। কিন্তু ‘লাস্ট স্টোরিজ় ২’ অ্যান্থোলজিতে এই প্রতিজ্ঞা ভাঙলেন অভিনেত্রী। বিপরীতে থাকা বিজয় ভর্মার সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত বদল করেন তামান্না।
ওজন বাড়ায় চিন্তিত ইলিয়ানা?
সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। এপ্রিল মাসের মাঝামাঝি সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বাড়ছে ওজন, তা নিয়ে কি চিন্তায় অভিনেত্রী? ইলিয়ানা এই প্রসঙ্গে বলেন, ‘আপনি যখন ডাক্তারের কাছে যান ও প্রতিবার আপনার ওজন করা হয়, তখনও এটা মাথার মধ্যে ঘুরতে থাকে। তবে সত্যি বলতে, আমার শরীরের এই বদল আমার ভাল লাগছে।’
কবে থেকে ‘প্রধান’-এর শুটিং
ব্যোমকেশ ছবির শুট শেষ। এবার আগামী ছবির কাজে মাঠে নামছেন অভিনেতা দেব। বিপরীতে ‘মিঠাই’খ্যাত সৌমিতৃষা কুণ্ডু। অগস্ট মাসেই শুরু হবে ছবির শুটিং। শ্বেতা ভট্টাচার্যের পর এবার দেবের হাত ধরে বড়পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী সৌমিতৃষার।
কবে শেষ হচ্ছে সোহাগ জল
অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর ধারাবাহিক মানেই তা দীর্ঘদিন ধরে চলতে থাকে। তবে ব্যতিক্রম ঘটল ‘সোহাগ জল’ ধারাবাহিকের ক্ষেত্রে। গল্পে বুনটের অভাব, হয়তো সেই কারণেই শেষ হচ্ছে ধারাবাহিক, এবার খবর নিজেই নিশ্চিত করলেন শ্বেতা। আগামী সোমবার অর্থাৎ ২৬ জুনই হবে বেশ শুট।
হাওয়াইতে রুশা
বিয়ের পর এখন পাকাপাকিভাবে মার্কিন মুলুক রুশা চট্টোপাধ্যায়। অভিনয় কেরিয়ারে ইতি টেনেছেন জমিয়ে করছেন সংসার। চলতি বছর মার্চ মাসেই স্বামীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন রুশা, এবার বরের সঙ্গে তিনি পাড়ি দিলেন হাওয়াই দ্বীপপুঞ্জে। সেখানেই জমে উঠেছে রুশা-অনুরণের রোম্যান্স।