Tamanna’s Case: কালীগঞ্জের তামান্নার মায়ের শারিরীক অবস্থার অবনতি
Kaliganj Case: সাবিনার পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মাত্র একদিনের মাথায় তাঁকে একপ্রকার জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তাঁরা বলছেন চিকিৎসকরা সাবিনাকে ছাড়তে না চাইলেও পুলিশের চাপেই ছাড়া হয়েছে।
কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে চলা বোমাবাজিতে প্রাণ হারিয়েছিল কিশোরী তামান্না। এবার অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে যেতে হল তাঁর মাকে। গুরুতর অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সাবিনার পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মাত্র একদিনের মাথায় তাঁকে একপ্রকার জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তাঁরা বলছেন চিকিৎসকরা সাবিনাকে ছাড়তে না চাইলেও পুলিশের চাপেই অসম্পূর্ণ চিকিৎসার মধ্যেই তাঁকে বাড়ি ফিরতে বাধ্য করা হয়েছে।
