Local Train Passengers Protest: ‘রোজ রোজ লেট! আর মানা যাচ্ছে না’, আজ হেস্তনেস্ত করেই ফেললেন যাত্রীরা
Local Train: অভিযোগ, আপ শেওরাফুলী-তারকেশ্বর লোকাল, শেওরাফুলী থেকে সকাল ৫:১৫ ছাড়ার পর তারকেশ্বরে ঢোকার কথা সকাল ৬:০৫-এ। ওই ট্রেনটি ডাউন তারকেশ্বর- হাওড়া লোকাল ৬: ২০ -এ তারকেশ্বর স্টেশন থেকে ছেড়ে যায়। বেশ কিছুদিন যাবৎ প্রায় ৩০ মিনিট করে দেরিতে ঢুকছে ট্রেনটি।
নিত্যদিন লেট করছে লোকাল ট্রেন। চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। আপ শেওরাফুলী-তারকেশ্বর লোকাল দেরিতে আসায় আজ ধৈর্য্যের বাঁধ ভাঙল যাত্রীদের। তারকেশ্বর স্টেশন ম্যানেজারের অফিসে গিয়ে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। অভিযোগ, আপ শেওরাফুলী-তারকেশ্বর লোকাল, শেওরাফুলী থেকে সকাল ৫:১৫ ছাড়ার পর তারকেশ্বরে ঢোকার কথা সকাল ৬:০৫-এ। ওই ট্রেনটি ডাউন তারকেশ্বর- হাওড়া লোকাল ৬: ২০ -এ তারকেশ্বর স্টেশন থেকে ছেড়ে যায়। বেশ কিছুদিন যাবৎ প্রায় ৩০ মিনিট করে দেরিতে ঢুকছে ট্রেনটি। যার জেরে যারা ডাউন তারকেশ্বর-হাওড়া লোকালের নিত্যযাত্রী, তারা হয়রানির শিকার হচ্ছেন। আজও প্রায় ৩০ মিনিট দেরিতে তারকেশ্বরে ঢোকে আপ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল। এর পরই ডাউন তারকেশ্বর- হাওড়া লোকালের নিত্যযাত্রীরা স্টেশন ম্যানেজারের অফিসে ঢুকে বিক্ষোভ দেখান। রোজ ট্রেন দেরিতে ঢোকার কারণ জানতে চান। বেশ কিছুক্ষণ ধরে চ নিত্যযাত্রীরা বিক্ষোভ দেখান।
শীতের কামড় কতদিন থাকবে? কী বলছে আবহাওয়া দফতর?
কাজের চাপেই মৃত্যু! ৪৮-এর সম্পৃতার পরিবারের বিস্ফোরক অভিযোগ
মতুয়াগড়ে অভিষেক, মতুয়া মহাসঙ্ঘের সঙ্গে প্রস্তুতি বৈঠক প্রশাসনের
মতুয়াদের একাংশকে নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শান্তনু ঠাকুর
