AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train Passengers Protest: 'রোজ রোজ লেট! আর মানা যাচ্ছে না', আজ হেস্তনেস্ত করেই ফেললেন যাত্রীরা

Local Train Passengers Protest: ‘রোজ রোজ লেট! আর মানা যাচ্ছে না’, আজ হেস্তনেস্ত করেই ফেললেন যাত্রীরা

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Jan 06, 2026 | 5:06 PM

Share

Local Train: অভিযোগ, আপ শেওরাফুলী-তারকেশ্বর লোকাল, শেওরাফুলী থেকে সকাল ৫:১৫ ছাড়ার পর তারকেশ্বরে ঢোকার কথা সকাল ৬:০৫-এ। ওই ট্রেনটি ডাউন তারকেশ্বর- হাওড়া লোকাল ৬: ২০ -এ তারকেশ্বর স্টেশন থেকে ছেড়ে যায়। বেশ কিছুদিন যাবৎ প্রায় ৩০ মিনিট করে দেরিতে ঢুকছে ট্রেনটি।

নিত্যদিন লেট করছে লোকাল ট্রেন। চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। আপ শেওরাফুলী-তারকেশ্বর লোকাল দেরিতে আসায় আজ ধৈর্য্যের বাঁধ ভাঙল যাত্রীদের। তারকেশ্বর স্টেশন ম্যানেজারের অফিসে গিয়ে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। অভিযোগ, আপ শেওরাফুলী-তারকেশ্বর লোকাল, শেওরাফুলী থেকে সকাল ৫:১৫ ছাড়ার পর তারকেশ্বরে ঢোকার কথা সকাল ৬:০৫-এ। ওই ট্রেনটি ডাউন তারকেশ্বর- হাওড়া লোকাল ৬: ২০ -এ তারকেশ্বর স্টেশন থেকে ছেড়ে যায়। বেশ কিছুদিন যাবৎ প্রায় ৩০ মিনিট করে দেরিতে ঢুকছে ট্রেনটি। যার জেরে যারা ডাউন তারকেশ্বর-হাওড়া লোকালের নিত্যযাত্রী, তারা হয়রানির শিকার হচ্ছেন। আজও প্রায় ৩০ মিনিট দেরিতে তারকেশ্বরে ঢোকে আপ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল। এর পরই ডাউন তারকেশ্বর- হাওড়া লোকালের নিত্যযাত্রীরা স্টেশন ম্যানেজারের অফিসে ঢুকে বিক্ষোভ দেখান। রোজ ট্রেন দেরিতে ঢোকার কারণ জানতে চান। বেশ কিছুক্ষণ ধরে চ নিত্যযাত্রীরা বিক্ষোভ দেখান।