Tarzan Of Sunderbans: সুন্দরবনের ছোট্ট টারজান, যাঁকে নিয়ে এখন আলোচনায় ম্যানগ্রোভ অরণ্যে

Tarzan Of Sunderbans: নবারুণ মাহাতো। ১২ বছরের বিস্ময় বালককে বলা হয় সুন্দরবনের টারজান। তার এক বিশেষ দক্ষতা দেখে অবাক সবাই। কী সেই দক্ষতা?

Tarzan Of Sunderbans: সুন্দরবনের ছোট্ট টারজান, যাঁকে নিয়ে এখন আলোচনায় ম্যানগ্রোভ অরণ্যে
| Updated on: Dec 10, 2023 | 1:46 PM

১২ বছরের বালক। যাকে বলা হচ্ছে সুন্দরবনের টারজান। ছোটবেলা থেকেই সুন্দরবনের গহীন অরণ্যে প্রতিনিয়ত যাতায়াত। তখন থেকেই জঙ্গলের পশু পাখিদের ডাক কানে আসত রোজ। আজ সেই সুন্দরবনের ছোট্ট টারজান।

কখনও তার কন্ঠে শোনা যায় কোকিল, ময়ূর, ব্যাঙ বা হাঁসের ডাক। আবার কখনও শিয়াল কিংবা কুকুরের ডাক। সুন্দরবনের পশু-পাখিদের নিত্যদিনের সঙ্গী নবারুণ। পুরো নাম নবারুণ মাহাতো। বাড়ি হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খেজুরবেড়িয়ায়। সপ্তম শ্রেণীর ছাত্র পশ্চিম খেজুরবেড়িয়া হাই স্কুলের। কিভাবে শুরু হল নবারুণের সুন্দরবনের ছোট্ট টারজান হওয়ার কাহিনী?

বাবা রামপ্রসাদ মাহাতো পেশায় মৎস্যজীবী । মাছ ধরার পাশাপাশি জমিতে চাষের কাজও করেন। মা নমিতা মাহাতো গৃহবধূ। সেই সুবাদে নবারুণ হয়ে ওঠে বাবার নিত্যদিনের সঙ্গী ।

কখনও খাবার দেওয়ার জন্য ডাক। আবার কখনও সঙ্গী হওয়ার জন্য তাদের সঙ্গে কণ্ঠস্বর মিলিয়ে আনন্দে মেতে ওঠা। বাড়িতেই খেলার ছলে বিভিন্ন আওয়াজ করতে করতে এভাবেই প্রতিভার বিকাশ।

Follow Us: