Teachers’ Protest: বিকাশভবনের সামনেই শিক্ষকতা শুরু চাকরিহারাদের
শিক্ষকদের আন্দোলনের এবার অন্যরূপ। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা যখন রাস্তায় নেমে নিজেদের অধিকারের জন্য লড়াই যখন করছেন, তখনও তাঁরা ভুলে যাননি ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধতা। একদিকে বিক্ষোভ, অন্যদিকে পঠনপাঠনের দায়িত্ব, দু’দিক সামলে এগিয়ে চলেছেন তাঁরা। আন্দোলনের মাঝেই বসে পড়াচ্ছেন ছাত্রছাত্রীদের। বিকাশভবনের সামনে গড়গড়িয়ে চলছে উদয়ণ পন্ডিতের পাঠশালা। দেখুন ভিডিয়ো।
শিক্ষকদের আন্দোলনের এবার অন্যরূপ। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা যখন রাস্তায় নেমে নিজেদের অধিকারের জন্য লড়াই যখন করছেন, তখনও তাঁরা ভুলে যাননি ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধতা। একদিকে বিক্ষোভ, অন্যদিকে পঠনপাঠনের দায়িত্ব, দু’দিক সামলে এগিয়ে চলেছেন তাঁরা। আন্দোলনের মাঝেই বসে পড়াচ্ছেন ছাত্রছাত্রীদের। বিকাশভবনের সামনে গড়গড়িয়ে চলছে উদয়ণ পন্ডিতের পাঠশালা।
দেখুন ভিডিয়ো।