Allu Arjun: আল্লু অর্জুনের সম্পত্তি কত?

Allu Arjun: আল্লু অর্জুনের সম্পত্তি কত?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 11, 2023 | 4:40 PM

তেলুগু ফিল্মে প্রথম জাতীয় পুরস্কার পেলেন আল্লু অর্জুন। 'পুষ্পা দ্য রাইজ' ছবির জন্য আল্লু অর্জুনের ঝুলিতে এল সেরা অভিনেতার পুরস্কার। 'পুষ্পা দ্য রাইজ' ছবি তুমুল জনপ্রিয়তা পায় সারা দেশ জুড়ে। 'পুষ্পা দ্য রাইজ' এর সাফল্যের পর আল্লু অর্জুন তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দেন।

তেলুগু ফিল্মে প্রথম জাতীয় পুরস্কার পেলেন আল্লু অর্জুন। ‘পুষ্পা দ্য রাইজ’ ছবির জন্য আল্লু অর্জুনের ঝুলিতে এল সেরা অভিনেতার পুরস্কার। ‘পুষ্পা দ্য রাইজ’ ছবি তুমুল জনপ্রিয়তা পায় সারা দেশ জুড়ে। ‘পুষ্পা দ্য রাইজ’ এর সাফল্যের পর আল্লু অর্জুন তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দেন। এর আগে ছবি পিছু ৩৫ থেকে ৪০ কোটি নিতেন আল্লু অর্জুন।

পুস্পার পরে আল্লুর পারিশ্রমিক বেড়ে হয় ছবি পিছু ৮৫ কোটি টাকা। পুষ্পা দ্য রাইজের জন্য ৩৫ কোটি পারিশ্রমিক নেন আল্লু অর্জুন। বর্তমানে নাকি আল্লু অর্জুনের পারিশ্রমিক ১০০ কোটিতে পৌঁছেছে। জানা যাচ্ছে তাঁর বার্ষিক গড় আয় ৯০ কোটি। বিজ্ঞাপনের জন্য নেন ১০ কোটি টাকা। ১২টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর তিনি। আছে ১০০ কোটি টাকার একটি বিলাস বহুল বাংলো। সূত্রের খবর আল্লু অর্জুনের মোট সম্পত্তি ৪৫০ কোটি টাকার। ২০২৪ এর ১৫ অগাস্ট মুক্তি পাবে পুষ্পা ২।