Bhangarh Tension: ফের তপ্ত ভাঙড়, মমতা-অভিষেকের বার্তা তৃণমূল নেতাদের কানে যাচ্ছে না?
Bhangarh: ভাঙড় দু’ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনার পরেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আক্রান্ত নেতার বাড়ির সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁদের হস্তক্ষেপেই শেষ পর্যন্ত কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভাঙড়: ভোটমুখী বাংলায় ফের তপ্ত ভাঙড়। কাইজার বনাম শওকত শিবিরের লড়াইয়ে তুলকালাম কাণ্ড। আরাবুলপুত্র হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ। দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারি, ধস্তিধস্তি হয়। ভাঙড় দু’ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনার পরেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আক্রান্ত নেতার বাড়ির সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁদের হস্তক্ষেপেই শেষ পর্যন্ত কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখনও থমথমে গোটা এলাকা।
