Katsaridaphobia: আরশোলায় সন্ত্রাসবাদী হামলার সতর্কতা
এক মহিলা ওই ক্যাফেতে খাবার খাচ্ছিলেন তখন দেখতে পান একটি আরশোলা। মহিলা চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকার শুনে ক্যাফের অন্যরাও কিছু না বুঝে চিৎকার শুরু করে। হুড়োহুড়ি পড়ে যায় ক্যাফে জুড়ে। এলোমেলো ভাবে দৌড়োদৌড়ি শুরু করে লোকজন। এতে দুজন পদপিষ্ট হন। ভয় পেয়ে ওই মহিলা টেবিল উল্টে ফেলে দেন
একেই বোধহয় বলে তিল থেকে তাল। আরশোলার ভয় বা ক্যাটসারিডাফোবিয়ায় অনেকেই ভোগেন। কিন্তু তা বলে সন্ত্রাসবাদী হামলার সতর্কতা জারি? ইজরায়েলের তেল আভিভে একটি ক্যাফেতে ঘটেছে এমন ঘটনা। এক মহিলা ওই ক্যাফেতে খাবার খাচ্ছিলেন তখন দেখতে পান একটি আরশোলা। মহিলা চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকার শুনে ক্যাফের অন্যরাও কিছু না বুঝে চিৎকার শুরু করে। হুড়োহুড়ি পড়ে যায় ক্যাফে জুড়ে। এলোমেলো ভাবে দৌড়োদৌড়ি শুরু করে লোকজন। এতে দুজন পদপিষ্ট হন। ভয় পেয়ে ওই মহিলা টেবিল উল্টে ফেলে দেন। ক্যাফেতে উপস্থিত দুজন গর্ভবতী মহিলা আক্রান্ত হন। পুলিশ ছুটে আসে ক্যাফেতে। ক্যাফের বাইরেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। রাস্তার লোকজন ক্যাফে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। কয়েকজনের হাতও কেটে যায়। রীতিমত সন্ত্রাসবাদী হামলার মতো সতর্কতা জারি হয় এলাকা জুড়ে। ইজরায়েলের বিভিন্ন এলাকায় আরশোলার ভয়ঙ্কর দাপট। যার ফলে আরশোলা ভয় পান যারা তাঁরা সেখানে গেলে আতঙ্কিত হতে পারেন।