Urvashi Rautela New House: বলি সুন্দরী উর্বশীর ১৯০ কোটির বাড়িটা কেমন?

Urvashi Rautela New House: বলি সুন্দরী উর্বশীর ১৯০ কোটির বাড়িটা কেমন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 07, 2023 | 8:25 AM

বলি সুন্দরী উর্বশী রাউতেলা এক বিলাস বহুল বাড়ি করেছেন জুহুতে। বাড়ির দাম শুনলে চোখ উঠবে কপালে। ১৯০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই বাংলো। বাড়িটিতে আছে একটি পুল, জিম আর অপূর্ব একটি বাগান।

আইভরি আর সোনালি রঙের ডাইনিং এ চার চারটে ঝাড়বাতি। টেবিলে আলো দিচ্ছে মোমের বাতিদান। শ্বেতশুভ্র সিঁড়ির তামাটে রেলিং ঘুরে ফিরে উঠে গেছে চারতলা পর্যন্ত। দুরন্ত ইন্টেরিয়ার ডেকর বেছেছেন নায়িকা নিজেই। বলি সুন্দরী উর্বশী রাউতেলা এক বিলাস বহুল বাড়ি করেছেন জুহুতে। বাড়ির দাম শুনলে চোখ উঠবে কপালে। ১৯০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই বাংলো। বাড়িটিতে আছে একটি পুল, জিম আর অপূর্ব একটি বাগান। জন আব্রাহাম, কাজল, হৃতিক রোশনের বাংলো উর্বশীর আশেপাশে। দীর্ঘদিন ধরে মুম্বইয়ে একটি বাড়ি করতে চাইছিলেন উর্বশী। এই পাড়াতেই থাকতেন প্রয়াত যশ চোপড়া। যদিও নিজের সোশাল মিডিয়ায় এই বাংলো নিয়ে একটিও শব্দ খরচ করেননি উর্বশী। নিজের লাস্যময়ী আবেদনের জন্য নেটিজেনদের মধ্যে জনপ্রিয় এই অভিনেত্রী। তাঁর জীবন যাপন বারেবারে উঠে এসেছে সংবাদ শিরোনামে। কান চলচ্চিত্র উৎসবে তাঁর পরিধানের গাউন নজর কাড়ে। পারভিন বাবির ওপরে তৈরি বায়োপিকে অভিনয় করবেন উর্বশী। ওয়েব সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ’এ অভিনয় করেছেন উর্বশী।