Tesla In India: ভারতে টেসলার কারখানা খুলবে মোদীভক্ত মাস্ক
ভারতে প্রথম টেসলার কারখানা খুলতে চলেছে। সম্প্রতি টেসলা প্রধান এলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। সেই সময়ে এলন মাস্ক নিজেকে মোদীভক্ত বলে দাবি করেন। টেসলা আধিকারিকদের সঙ্গে কেন্দ্র সরকারি আধিকারিকদের কথাবার্তা শুরু হয়েছে।
ভারতে প্রথম টেসলার কারখানা খুলতে চলেছে। সম্প্রতি টেসলা প্রধান এলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। সেই সময়ে এলন মাস্ক নিজেকে মোদীভক্ত বলে দাবি করেন। টেসলা আধিকারিকদের সঙ্গে কেন্দ্র সরকারি আধিকারিকদের কথাবার্তা শুরু হয়েছে। শোনা যাচ্ছে ৬০% থেকে ৮০% সস্তায় ভারতে তৈরি হবে টেসলা ইলেকট্রিক গাড়ি। প্রতি বছর ভারতে ৫,০০,০০০ গাড়ি বানাবে টেসলা। গাড়ির দাম হবে ২৪,৪০০ মার্কিন ডলার বা ২০ লক্ষ টাকা। বর্তমানে বাজারে সবচেয়ে সস্তার টেসলা গাড়ি টেসলা মডেল ৩। এই গাড়ির দাম ৬০ থেকে ৭০ লক্ষ টাকা । ভারতে টেসলার কারখানা হলে মেড ইন ইন্ডিয়া অভিযান আরও চাঙ্গা হবে। ভারতকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে গাড়ির রফতানির বাজার বড় করবে টেসলা। টেসলার কারখানায় ভারতীয়দের কর্মসংস্থানও হবে। টেসলাকে দেখে আরও ইলেকট্রিক বাহনের কারখানা ভারতে আসবে। আশা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের।