AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ola Electric Bike Service: ১৫ অগাস্ট ওলা বাইকে দিঘা

Ola Electric Bike Service: ১৫ অগাস্ট ওলা বাইকে দিঘা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 22, 2023 | 3:01 PM

Share

স্বাধীনতা দিবসে ওলা আনছে প্রথম ইলেকট্রিক বাইক। ওলা সিইও ভাবিস আগরওয়াল তেমনই ইঙ্গিত দেন। ১৫ অগাস্ট ওলার ২টি বাইক আসতে চলেছে। একবার ফুল চার্জে ৩০০ থেকে ৩৫০ কিমি ছুটবে এই বাইক। লং ড্রাইভের জন্য আদর্শ।

স্বাধীনতা দিবসে ওলা আনছে প্রথম ইলেকট্রিক বাইক। ওলা সিইও ভাবিস আগরওয়াল তেমনই ইঙ্গিত দেন। ১৫ অগাস্ট ওলার ২টি বাইক আসতে চলেছে। একবার ফুল চার্জে ৩০০ থেকে ৩৫০ কিমি ছুটবে এই বাইক। লং ড্রাইভের জন্য আদর্শ। আফটার সেলস পরিষেবার জন্য ৭৫০টি এক্সপিরিয়েন্স সেন্টার করছে ওলা। ফেব্রুয়ারিতে ওলা ৫টি নতুন মোটর সাইকেল আনার কথা ঘোষণা করে। দেশে সবচেয়ে বেশি বিক্রি হয় ওলার এস ১। এতে আছে ৪ kwh ব্যাটারি। ফুল চার্জে ১৮১ কিমি যায় এই ইলেকট্রিক স্কুটার। ওলার নতুন ইলেকট্রিক বাইকের দাম হতে পারে আড়াই লক্ষ টাকা। ওলার জোড়া ইলেকট্রিক বাইক নিয়ে আশাবাদী ভারতের বাণিজ্য মহল। কলকাতা থেকে দিঘার দূরত্ব ২৩০ কিলোমিটার। অর্থাৎ এই বাইকে একবার ফুল চার্জ দিলে গাড়ির চাকা অনায়াসে দিঘা পর্যন্ত গড়াবে।